গুরুকুলে বর্ণাঢ্য বর্ষবরণ

বর্ষবরণ

ঐতিহ্যবাহি কুষ্টিয়া গুরুকুলে, উৎসব মুখর পরিবেশে দিনব্যাপি নববর্ষ -১৪২৪ বরণ। দিনের শুরুতে জাতীয় সঙ্গীত ও বর্ষবরণ সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

সকাল ৮ টায় প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে,  বর্ণিল সাজে, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে, পুনরায় গুরুকুল প্রশাসনিক ভবনে এসে, গ্রামীন ঐতিহ্যবাহি খেলাধুলা , সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশান শো, নাটিকা ও বৈশাখী সঙ্গীত আসর অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ

বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর ও চেয়ারম্যান আজিজা আহমেদ এর পক্ষে,  উপস্থিত সকলের সাথে নব নব বর্ষের শুভেচ্ছা বিনিময় করেন গুরুকুল এর লিগ্যাল এন্ড এডমিন ইনচার্জ শামীম রানা,সেলস অপারেশন এবং পাবলিসিটি এন্ড চ্যানেল ডিপার্টমেন্ট  প্রধান তানভির মেহেদী, ও উদডাপন কমিটি আহবায়ক উমাইয়া মল্লিক।

বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে কুষ্টিয়া গুরুকুল এর মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহের ৫ শতাধিক শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

উইকিপিডিয়াঃ মঙ্গল শোভাযাত্রা

আরো পড়ুনঃগুরুকুলে বর্ণাঢ্য বর্ষবরণ । গুরুকুল বাংলাদেশ