গুরুকুল এর সৌজন্যে, কুমারখালী-খোকসার শিক্ষার্থীদের জন্য শুরু হল দক্ষ প্রযুক্তি পেশাজীবী তৈরির কাজ

দক্ষ প্রযুক্তি পেশাজীবী
দক্ষ প্রযুক্তি পেশাজীবী

গুরুকুল এর সৌজন্যে, কুমারখালী-খোকসার শিক্ষার্থীদের জন্য শুরু হল দক্ষ প্রযুক্তি পেশাজীবী তৈরির কাজ। এই উদ্যোগটি গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর এর বিশেষ প্রকল্প “প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান প্রকল্প, কুমারখালি-খোকসা” আওতায় পরিচালিত। সাংগঠনিক সহযোগিতা প্রদান করছে “কুমারখালী-খোকসা শিক্ষার্থী কল্যাণ পরিষদ”। এই প্রকল্পের আওতায় কুমারখালী-খোকসার তরুণ-তরুণীদের প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নতুন যুগের যোগ্য পেশাজীবী হিসেবে তৈরি করা হবে। প্রশিক্ষণ শেষে তাদের চাকুরী বা কাজ পেতে সহায়তা করা হবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুকুল প্রমুখ জনাব সুফি ফারুক ইবনে আবুবকর, গুরুকুল আইসিটি ডেভেলপমেন্ট ল্যাবের প্রযুক্তি শাখার প্রধান আল এমরান, তথ্য প্রযুক্তি প্রশিক্ষক সহকারী অধ্যাপক আল-মামুন ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন গুরুকুল এর লিগ্যাল বিভাগের প্রধান শামিম রানা ও গুরুকুল কুমারখালীর সমন্বয়কারী আব্দুস সালাম।

 

 

 

উইকিপিডিয়াঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরো পড়ুনঃ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ পেল সুফি ফারুকের প্রতিষ্ঠান গুরুকুল