কুষ্টিয়া গুরুকুলের সরস্বতী পূজা

সরস্বতী পূজা
সরস্বতী পূজা

গতকাল ১০টায় দেশ সেরা শিক্ষা গ্রুপ সাসেগ-গুরুকুল এর কুষ্টিয়া হাসপাতাল মোড়ে অবস্থিত ক্যাম্পাস-২ এ সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবার শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উদ্দোগে সরস্বতী পূজা উজ্জাপন হয় ।

এ সময় উপস্থিত ছিলেন সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবারের পরিচালক প্রশাসন মনির হাসান, চীফ কো-অর্ডিনেটর তানভির মেহেদী, লিগ্যাল এন্ড মিডিয়া  কো-অর্ডিনেটর এস.এম.শামীম রানা, মেডিকেল বিভাগের একাডেমিক ইনচার্জ মন্টু বাইন, ইঞ্জিনিয়ারিং বিভাগের একাডেমিক ইনচার্জ হেলাল উদ্দিন, ইনচার্জ ফাইনান্স খন্দকার রুহুল আমিন, সহকারী রেজিস্ট্রার দীপক কুমার মন্ডল, নিপেন কুমার শাহা।

এ সময় শিক্ষক কর্মকর্তারা বলেন সকলের নিজ নিজ ধর্ম পালনে কোন ধর্মেই বাধা নেই তাই এরই স্বপ্নকে সামনে এগিয়ে নিতে সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবার প্রতিবারের ন্যায় এবারও সরস্বতীপূজা উদযাপন করছে এবং ভক্তবৃন্দরা দেবীর কাছে প্রার্থনা করেন আর এই দেবীই পৃথিবীতে জ্ঞান নিয়ে আসে । তারা তাদের মায়ের কাছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও প্রার্থনা করেন।

 

আরো পড়ুনঃ শ্রী শ্রী লক্ষী পূজা’র ছুটির নোটিশ, ২০১৬

উইকিপিডিয়াঃ সরস্বতী পূজা