গুরুকুলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ পালন । গুরুকুল বাংলাদেশ

কুষ্টিয়া-ঢাকা-রাজবাড়ি-কুমারখালীসহ সকল গুরুকুলে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কুষ্টিয়া গুরুকুল আয়োজিত ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিভাগ সমূহের সাত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে  প্রভাতফেরিসহ ও কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

স্তবক অর্পন করা হয়। 

 

গুরুকুল প্রমুখ তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক এর প্রতিষ্ঠিত গুরুকুল সমূহে “আমরা দাপ্তরিক সব কাজ আমরা বাংলায়  করি আপনি? এই স্লোগানকে সামনে রেখে একুশ উদযাপন কমিটির আহবায়ক গুরুকুল নার্সিং ও প্যাথলজি ট্রেড প্রধান মিশাকাতুর রহমান,একাডেমিক ইনচার্জ শামীম রানার নেতৃত্বে  কুষ্টিয়া গুরুকুল আয়োজিত ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিভাগ সমূহের সাত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রভাত ফেরী কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অন্যান্যদের মধ্যে ইনচার্জ ফাইনান্স রুহুল আমিন,ইনচার্জ কমার্শিয়াল রফিকুল ইসলাম, সিনিয়র ট্রেড প্রধান রাসনা শারমিন, এম.এ মাসুম,, হাবিবুর রহমান, তামান্না আফরোজ উদযাপন কমিটির সদস্য কম্পিউটার ট্রেড প্রধান রাকিবুল ইসলাম, টেক্সটাইল জুনি.ইন্সট্রাকটর হোসাইন বিন হাফিজ, ইলেকট্রনিক্স জুনি.ইন্সট্রাকটর সোহাগ আহমেদ ও সিভিল জুনি.ইন্সট্রাকটর জান্নাতুল তাসনিম শোভাসহ গুরুকুল ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিভাগ সমূহের শিক্ষার্থী- শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথে যোগাযোগ