জাতীয় চলচ্চিত্র দিবসে গুরুকুল ফিল্ম সোসাইটি [ Gurukul Film Society ] ‘র উদ্বোধন

জাতীয় চলচ্চিত্র দিবসে গুরুকুল ফিল্ম সোসাইটি [ Gurukul Film Society ]’র উদ্বোধন : চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’ এই স্লোগানকে সামনে রেখে আজ জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুরুকুল ফিল্ম সোসাইটির শুভ উদ্ধোধন হলো তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুকের প্রতিষ্ঠান গুরুকুলে।আজ গুরুকুলের লালন সাই ক্যাম্পাসে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় চলচ্চিত্র দিবসে গুরুকুল ফিল্ম সোসাইটি [ Gurukul Film Society ] 'র উদ্বোধন
গুরুকুল ফিল্ম সোসাইটি [ Gurukul Film Society ] ‘র উদ্বোধন

জাতীয় চলচিত্র দিবসের উদযাপন কমিটির আহবায়ক উম্মে হাবীবার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক জনাব শাহিন সরকার, উন্মুক্ত চলচ্চিত্র নির্মাতা ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাবেক সাধারন সম্পাদক হোসেন হীরক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুরুকুলের অধ্যক্ষ জনাব আব্দুল্লাহ আল মাসুম, সমাপনী বক্তব্য রাখেন গুরুকুলের সহকারী পরিচালক জনাব রাকিবুজ্জামান তানিম। আলোচনা সভাতে গুরুকুলের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।আলোচনা অনুষ্ঠান শেষে গুরুকুল ফিল্ম সোসাইটির শুভ উদ্বোধন হয়।

[ জাতীয় চলচ্চিত্র দিবসে গুরুকুল ফিল্ম সোসাইটি [ Gurukul Film Society ] ‘র উদ্বোধন ]

আরও পড়ুন: