Anisur Rahman Mahmud | আনিসুর রহমান মাহমুদ

গুরুকুল ব্যবস্থাপনা পরিষদ সদস্য আনিসুর রহমান মাহমুদ এ মৃত্যুতে গভীর শোক । গুরুকুল বাংলাদেশ

গুরুকুল ব্যবস্থাপনা পরিষদ সদস্য আনিসুর রহমান মাহমুদ এ মৃত্যুতে গুরুকুল পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন গুরুকুল প্রমুখ সুফি ফারুক। আনিসুর রহমান মাহমুদ (আনিস মাহমুদ) ছিলেন সামাজিক যোগাযোগ ও উন্নয়ন খাতের একজন বর্ষীয়ান বিশেষজ্ঞ। তিনি দীঘ সময় উৎপাদন, বিপন্ন, বিজ্ঞাপন, সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন খাতে দেশি ও বিদেশি প্রতিষ্ঠানে নীতি নির্ধারক পর্যায়ে কাজ করছেন। তিনি গুরুকুল ছাড়াও কয়েকটি জাতিয় পর্যায়ের প্রতিষ্ঠানের বাণিজ্য প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করছেন।

আনিসুর রহমান মাহমুদ চলে যাওয়ায় গুরুকুল একটি নির্ভরজনক স্তম্ভ হারালো।