গুরুকুল ডিবেটিং ক্লাব কর্মশালা

ডিবেটিং ক্লাবসাসেগ-গুরুকুল ডিবেটিং ক্লাব আয়োজিত আজ ০৭/১২/১৫ তারিখের বিতর্ক, উপস্থিত বক্তৃতা, উপস্থাপনা,শৃঙ্খলা ও ভাইভা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সর্বসাকুল্যে প্রায় ৪১ শিক্ষার্থী অংশগ্রহন করেন ।

 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন – জনাব আহসান কবীর রানা, সহযোগী অধ্যাপক , বিভাগীয় প্রধান,উদ্ভিদ বিদ্যা বিভাগ,কুষ্টিয়া সরকারি কলেজ ও বিএনসিসি, বিটিএফও ক্যাপ্টেন, ড. আমানুর আমান. সম্পাদক ও প্রকাশক,দৈনিক কুষ্টিয়া,কুষ্টিয়া টাইমস, স্টাফ ডিবেটিং ক্লাবকরেসপন্ডেন্ট ,দি ডেইলি স্টার, আনোয়ার কবীরবকুল,সভাপতি,প্রযুক্তিতে কুষ্টিয়া এবং ইমাম মেহেদী- সভাপতি, কুষ্টিয়া সরকারি কলেজ,ডিবেটিং ক্লাব।

সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মীর মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান(রাষ্ট্রবিজ্ঞান), কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ ও সম্পাদক( জেলা রোভার স্কাউট), মনির হাসান, প্রশাসনিক পরিচালক, সাসেগ, প্রধান সমন্বয়কারী তানভীর মেহেদী, লিগ্যাল এন্ড মিডিয়া সমন্বয়কারী ও সাসেগ-গুরুকুল ডিবেটিং ক্লাবের উপদেষ্টা শামীম রানা, একাডেমিক ইনচার্জ জনাব হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন,  রাশনা শারমিন-  জুনি: ইন্স: ইলেকট্রক্যিাল ও মোডারেটর সাসেগ-গুরুকুল

 

আরো পড়ুনঃকম্পিউটার টেকনোলজির অভিভাবক সমাবেশ

উইকিপিডিয়াঃ ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি