গুরুকুল ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহের অভিভাবক সমাবেশ -২০১৮

গুরুকুল ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহের সকল ৬ষ্ঠ পর্বের অভিভাবক সমাবেশ -২০১৮ অনুষ্ঠিত হয়েছে
 ইঞ্জিনিয়ারিং বিভাগ
ইঞ্জিনিয়ারিং বিভাগ

গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসের হল রুমে গুরুকুল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল,টেক্সটাইল,জিডিপিএম,সিভিল, কম্পিউটার ও মেক্যানিক্যাল টেকনোলজির সকল ৬ষ্ঠ পর্বের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আভিভাবক সমাবেশে ১৮৪ জন শিক্ষার্থীর অভিভাবকের মধ্যে ১৬২ জন উপস্থিত ছিলেন। সমাবেশে অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের রেজাল্ট,ক্লাসে উপস্থিতিসহ সকল তথ্য সিট প্রদান করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির বিষয়ে আভিভাবদের সহযোগিতা চাওয়া হয়।

অভিভাবক সমাবেশে ট্রেড প্রধানরা তাদের বক্তব্যে জানান দেশ বরেণ্য তথ্য প্রযুক্তিবিদ গুরুকুল   প্রমুখ, সুফি ফারুক  এর প্রতিষ্ঠিত গুরুকুল পরিবারে  ৭ টি ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৩ টি মেডিকেল বিভাগ , সহ সারাদেশে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে।এখানকার অনেক শিক্ষার্থী বিদেশেও দক্ষতার সাথে কাজ করছে। তাদের হাতে কলমে শিক্ষা দিয়ে দক্ষ, রুচিশীল,কর্মঠ প্রযুক্তি নির্ভর তরুন প্রজন্ম গড়ে তোলা হচ্ছে। এখানে ২৫ জন শিক্ষার্থীর জন্য  একজন গাইড শিক্ষক রয়েছে।

 

গুরুকুল এর শিক্ষার্থীদের সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ভাবে যোগ্য করে গড়ে তোলার জন্য রয়েছে  গুরুকুল রোভার স্কাউট গ্রুপ, গুরুকুল সঙ্গিত বিভাগ,গুরুকুল নাট্য বিভাগ গুরুকুল নৃত্য বিভাগ,গুরুকুল ডিবেটিং ক্লাব,গুরুকুল স্পোর্টস ক্লাব,গুরুকুল যুব রেড ক্রিসেন্ট ইউনিট, গুরুকুল ম্যাথ ক্লাব,গুরুকুল কম্পিউটার ক্লাব, গুরুকুল ল্যাঙ্গুয়েজ ক্লাব এসব ক্লাবের মধ্যেমে নিয়মিত কো-কারিকুলাম শিক্ষা দেওয়া হয়।
ইঞ্জিনিয়ারিং বিভাগ
গুরুকুল এর শিক্ষার্থীদের সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ভাবে যোগ্য করে গড়ে তোলার জন্য রয়েছে  গুরুকুল রোভার স্কাউট গ্রুপ, গুরুকুল সঙ্গিত বিভাগ,গুরুকুল নাট্য বিভাগ গুরুকুল নৃত্য বিভাগ,গুরুকুল ডিবেটিং ক্লাব,গুরুকুল স্পোর্টস ক্লাব,গুরুকুল যুব রেড ক্রিসেন্ট ইউনিট, গুরুকুল ম্যাথ ক্লাব,গুরুকুল কম্পিউটার ক্লাব, গুরুকুল ল্যাঙ্গুয়েজ ক্লাব এসব ক্লাবের মধ্যেমে নিয়মিত কো-কারিকুলাম শিক্ষা দেওয়া হয়।

 

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সটাইল শিক্ষার্থীর অভিভাবক মৃদুল শাহা, বিজয় প্রামানিক,নাজিম উদ্দিন, রেজাউল হক,মাসুদ হোসেন, ও শান্তা পারভিন। ইলেকট্রিক্যাল ট্রেডের আভিভাবক আনজিরা বেগম, রহিতুন খাতুন, সুজাউদ্দিন, আব্দুর রাজ্জাক, সজল আহমেদ, ফজলুর রহমান, রাশেদুল ইসলাম, নওয়াব  আলী, নূর ইসলাম, আনোয়ার হোসেন, ফরিদ উদ্দিন, অন্তর আলী, ফয়সাল উদ্দীন, আকলিমা আক্তার,পারুল খাতুন, মনিরুল ইসলাম, মোস্তফা কামাল। সিভিল ট্রেডের অভিভাবক মানিক হোসেন, উৎপল বিশ্বাস, তাসলিমা খাতুন, সিরাজুল ইসলাম, আকাশ আহমেদ, আব্বাস হোসেন, রাজু আহম্মেদ, ও মুক্তা খাতুন।  মেক্যানিক্যাল ট্রেডের অভিভাবকদের মধ্যে ফয়সাল আহমেদ, শফী উদ্দিন, নূরজাহান খাতুন, সম্রাট আলী, কমলা বেগম, শাহানাজ ফেরদৌসি, মশিউর রহমান। কম্পিউটার ট্রেড এর অভিভাবক আনিসুর রহমান, নূরুন্নাহার, ইউসুফ আহম্মেদ, লিটন হোসেন।

 

ইঞ্জিনিয়ারিং বিভাগ
অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন,ইলেকট্রিক্যাল ট্রেড প্রধান ইন্সট্রাকটর রাসনা শারমিন, টেক্সটাইল ও জিডিপিএম ট্রেড প্রধান হাবিবুর রহমান,সিভিল ট্রেড প্রধান সিরাজুম মনিরা,কম্পিউটার ট্রেড প্রধান রাকিবুল ইসলাম ও মেক্যানিক্যাল ট্রেড প্রধান তামান্না আফরোজ ও গুরুকুল একাডেমিক ইনচার্জ শামীম রানা।