বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন [ International Autism Awareness Day ] কুষ্টিয়া গুরুকুল

গুরুকুল এ ১২ তম “বিশ্ব অটিজম সচেতনতা দিবস” পালন [ International Autism Awareness Day ] : “সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের অধিকার ” এই শ্লোগান কে সামনে রেখে গুরুকুলে পালন হল ১২তম বিশ্ব অটিজম দিবস। বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে গুরুকুল শিক্ষা পরিবারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন [ International Autism Awareness Day ] কুষ্টিয়া গুরুকুল
বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, কুষ্টিয়া গুরুকুল
বিশ্ব অটিজম দিবস উদযাপন কমিটির আহবায়ক উম্মে হাবীবার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি খলিলুর রহমান মজু,কুষ্টিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান,গুরুকুলের সহকারী পরিচালক রাকিবুজ্জামান তানিম ও গুরুকুলের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুম।

উক্ত আলোচনা সভাতে গুরুকুলের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল ডিপার্টমেন্ট এর কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনা সভায় অতিথিবৃন্দ অটিজমে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।তারা বলেন, যারা অটিজমে ভুগছে তাদের অবহেলা করবেন না।

তারা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। অনেক সুস্থ মানুষ যা পারে না সেই সুপ্ত প্রতিভা তাদের রয়েছে। আমাদেরকেই সেই সুপ্তপ্রতিভাগুলি বিকশিত করার সুযোগ করে দিতে হবে। আর সমাজে তাদের একটা সুন্দর স্থান করে দিতে হবে।’

[ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, [ International Autism Awareness Day ] কুষ্টিয়া গুরুকুল ]

আরও পড়ুন:

বিশ্ব অটিজম সচেতনতা দিবস