Site icon বাংলাদেশ গুরুকুল, GCLN

ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

mechanical 1 ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত জানাতে আজকের আয়োজন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্র কৌশল বলতে মেশিন বা কলকব্জা ও এর যন্ত্রাংশের নকশা প্রস্তুত, উৎপাদন, মেরামত, রক্ষাণাবেক্ষণ ও উন্নয়ন সর্ম্পকৃত বিষয়কে বুঝায়। এটি যান্ত্রিক ডিভাইস এবং সিস্টেম তৈরি এবং উন্নত করতে পদার্থবিদ্যা, গণিত, বস্তুগত বিজ্ঞান এবং প্রকৌশলের নীতিগুলিকে একত্রিত করে। যান্ত্রিক প্রকৌশল আধুনিক সমাজের অবিচ্ছেদ্য অংশ যা প্রযুক্তি এবং শিল্পে উদ্ভাবন ও উন্নয়ন ঘটিয়ে চলেছে।

 

ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

 

 

যান্ত্রিক প্রকৌশলের মূল দিক সমূহ:

 

ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা হল একটি বিশেষ শিক্ষামূলক প্রোগ্রাম যা শিক্ষার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মৌলিক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। সাধারণত চার বছর বিস্তৃত এই প্রোগ্রামটি মেকানিক্স, থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, ম্যাটেরিয়াল সায়েন্স এবং কম্পিউটার-এডেড ডিজাইন (CAD) এর মতো প্রয়োজনীয় বিষয়গুলিকে কভার করে। শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ এবং পরীক্ষাগারের কাজে নিযুক্ত থাকে, যা তাদের বাস্তব-বিশ্বের যান্ত্রিক সমস্যাগুলির তাত্ত্বিক ধারণাগুলি বুঝতে এবং প্রয়োগ করতে সহায়তা করে। ম্যানুফ্যাকচারিং, স্বয়ংচালিত, মহাকাশ এবং শক্তির মতো শিল্পে বিভিন্ন এন্ট্রি-লেভেল পদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতার সাথে শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে।

 

ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন?

বর্তমান সময়ে সকল ক্ষেত্রে আধুকি যন্ত্রপাতির ব্যপক ব্যবহার বেড়েছে। আর এই সকল যন্ত্রপাতি প্রস্তুত, ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য প্রয়োজন যন্ত্রকৌশলে দক্ষ জনবল। আর যন্ত্রকৌশলে দক্ষ জনবল তৈরী করতে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপক ভূমিকা রয়েছে। বলা হয়ে থাকে যেখানে মেশিন, সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।

 

ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পদবীঃ

ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর নিম্নলিখিত পদে চাকরী হয়ে থাকে-

 

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের দায়িত্ব বা কাজঃ

১। নকশা ও উন্নয়নঃ

২। রক্ষণাবেক্ষণ এবং সংস্কারঃ

৩। মান নিয়ন্ত্রণঃ

৪। উৎপাদন সমর্থনঃ

৫। প্রকল্প ব্যবস্থাপনাঃ

 

৬। প্রযুক্তিগত ডকুমেন্টেশনঃ

৭। নিরাপত্তা এবং সম্মতিঃ

৮। গ্রাহক এবং প্রযুক্তিগত সহায়তাঃ

৯। পেশাগত উন্নয়ন: যান্ত্রিক প্রকৌশল এবং সম্পর্কিত প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতিগুলির সমপর্যায়ে থাকার জন্য অবিচ্ছিন্ন শিক্ষা এবং পেশাদার বিকাশে জড়িত থাকা।

 

ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কর্মক্ষেত্রঃ

সরকারি সংস্থাঃ

 

বেসরকারি সংস্থাঃ

দেশ বিদেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্ম, কন্সট্রাকশন ফার্ম এবং কনসালটেন্সি ফার্ম এবং যন্ত্র ও কলকব্জা প্রস্তুত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে থাকে। যেমন- ওয়ালটন, বাজাজ, নিটল মটরস, রানার, রহিমআফরোজ, হ্যামকো গ্রুপ ইত্যাদি। বিশ্বায়নের সাথে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য বিদেশে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে।

 

ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোথায় পড়বেন?

দেশের প্রায় সকল সরকারি ও বেসরকারি পলেটেকনিকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তির সুযোগ রয়েছে। কুষ্টিয়াতে দেশসেরা বেসরকারি ইন্সটিটিউট গুরুকুল-এ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে।

 

গুরুকুলে কেন পড়বেন?

 

 

ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তির যোগ্যতাঃ

এসএসসি/সমমান পরীক্ষায় পাসকৃতরা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারেন। নূন্যতম জিপিএ ২.০০। এ ক্ষেত্রে বয়স এবং এসএসসি পাসের বছরের কোন সীমাবদ্ধতা নেই।

 

গুরুকুলে ভর্তির জন্য যোগাযোগঃ

৫/১, জেহের আলী সড়ক, কালিশংকরপুর, কুষ্টিয়া। মোবাইলঃ ০১৭০১-২২৯৬২১, ০১৭০১-২২৯৬২২

 

উচ্চ শিক্ষা সুযোগঃ

বুয়েট, কুয়েট, চুয়েট সহ বাংলাদেশের অধিকাংশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরাসরি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া দেশের প্রায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সরাসরি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ভালো গ্রেড পয়েন্ট সহ পাশ করতে হবে। ডেপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের জন্য সরকারি ডুয়েট সহ দেশের প্র্রায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে। এছাড়া ইউরোপ, অ্যামেরিকা, জাপান, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে স্কলারশিপ সহ বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে।

 

আরও দেখুন:

Exit mobile version