Site icon বাংলাদেশ গুরুকুল, GCLN

গুরুকুলে ফ্রি বেসিক ফটোগ্রাফি ওয়ার্কশপ [ Free Photography Worksho @ Gurukul ]

গুরুকুলে বেসিক ফটোগ্রাফি ওয়ার্কশপ-Gurukul Basic Photography Workshop

গুরুকুলে বেসিক ফটোগ্রাফি ওয়ার্কশপ-Gurukul Basic Photography Workshop

ফটোগ্রাফি ওয়াকর্শপ

গুরুকুলে ফ্রি বেসিক ফটোগ্রাফি ওয়ার্কশপ [ Free Photography Worksho @ Gurukul

গুরুকুল ভিডিও এন্ড ফটোগ্রাফি বিভাগের আয়োজনে “বিনামূল্যে বেসিক ফটোগ্রাফি ওয়ার্কশপ” কুষ্টিয়া গুরুকুল লালন শাঁহ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ২:৩০ মিনিটে শুরু হয়ে সাড়ে ৪ ঘন্টা ব্যাপী ফটোগ্রাফি ওয়াকর্শপে মেন্টর হিসাবে ছিলেন গুরুকুল ভিডিও এন্ড ফটোগ্রাফি ট্রেড প্রধান ও দেশ বরেন্য ফটোগ্রাফার আবু সুফিয়ান নিলাভ।

তিনি ফটোগ্রাফি সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন এবং মৌলিক ধারণা দেন এবং সবাইকে  ফটোগ্রাফিতে উৎসাহ প্রদান করেন।

 

ওয়াকর্শপের শুরুতে গুরুকুল পরিবার ও গুরুকুল পরিবারের প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর এর পক্ষ থেকে আগত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন গুরুকুল পরিবারের সহকারি পরিচালক তানভীর মেহেদী। ওয়াকর্শপে কুষ্টিয়া সহ বিভিন্ন জেলা হতে আগত ৪৬ জন ফটোগ্রাফার অংশগ্রহণ করেন।

 

 

 

 

উইকিপিডিয়াঃ আলোকচিত্র শিল্প

ফটোগ্রাফি কোর্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন

 

Exit mobile version