কুষ্টিয়া গুরুকুলের লালন সাঁই ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

গুরুকুল শিক্ষা পরিবারের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গত ১৪ মার্চ ২০১৬ তারিখে সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের কালিশংকর পুরে ক্যাম্পাস-১-এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান মজনু ও স্থানীয় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জোমারত আলী।

গুরুকুল শিক্ষা পরিবারের শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে, প্যানেল মেয়র তার বক্তব্যে বলেন, আবর্জনাকে সম্পদে রূপান্তরে পৌরসভাকে সহায়তা করুন।
পরিচ্ছন্নতা
যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, ড্রেনে ময়লা ফেলে বন্ধ করবেন না। নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখুন, অন্যকে পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করুন। সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবারের পরিচ্ছন্নতা অভিযান কে তিনি কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে, এ অভিযান নিয়মিত পরিচালনা করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
পরিচ্ছন্নতা
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুরুকুল শিক্ষা পরিবারের পরিচালক প্রশাসন জনাব মনির হাসান রিন্টু, প্রধান সমন্বয়কারী জনাব তানভীর মেহেদি, লিগ্যাল এন্ড মিডিয়া ইনচার্জ জনাব শামীম রানা, ফাইনান্স ইনচার্জ জনাব খোন্দকার রুহুল আমিন,

এডমিন ইনচার্জ জনাব শফিকুল ইসলাম, ইনচার্জ এইচ আর জনাব রিয়াজ উদ্দিন, রেজিস্টার জনাব দীপক কুমার মণ্ডল, ইনচার্জ কমার্শিয়াল জনাব রফিকুল ইসলাম, মেডিকেল সেকশনের একাডেমিক ইনচার্জ জনাব মন্টু বাইন, আইটি ইনচার্জ জনাব মাসরুর রহমান শুভ,

সিভিল বিভাগের প্রধান জনাব তৌফিক এলাহি ওয়ারা, টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন বিভাগের প্রধান জনাব জান্নাতুল নাঈম, ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান জনাব রাশনা শারমিন, কম্পিউটার বিভাগের প্রধান জনাব চঞ্চল আলী, মেকানিক্যাল বিভাগের প্রধান জনাব মামুন হক, আর এস বিভাগের প্রধান জনাব ওয়াহেদ মতিনসহ সকল শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

পরিচ্ছন্নতা অভিযানে সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবারের কুষ্টিয়াস্থ ক্যাম্পাস গুলোতে একযোগে পরিচালিত হয়। পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীরা তাদের ক্যাম্পাসসহ পাশের, রাস্তা ও ড্রেনের ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেন।

সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবার এখন থেকে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।

উইকিপিডিয়াঃ স্বাস্থ্যবিধি

আমাদের সাথে যোগাযোগ