গুরুকুল শিক্ষা পরিবার কুষ্টিয়া বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন

বাংলা নববর্ষ
 বাংলা নববর্ষ

নিজস্ব প্রতিবেদক: দেশ সেরা শিক্ষা গ্রুপ গুরুকুল শিক্ষা পরিবারের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

বাংলা নববর্ষ
 বাংলা নববর্ষ

গত ১৪ এপ্রলি (২০১৬) বৃহস্পতিবার নববর্ষের দিন কালিশংকরপুর কুষ্টিয়া ক্যাম্পাস-১ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মোড় কুষ্টিয়া ক্যাম্পাস-২ এ শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে বিভিন্ন বাঙ্গালী ঐতিহ্যবাহী খেলাধুলা, সাসেগ-গুরুকুল কালচারাল ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৈশাখের রম্য বিতর্কের বিষয় ছিল “বৈশাখী প্রেমে ক্ষয়, বন্ধুত্বের হোক জয়”।
সাসেগ-গুরুকুল ডিবেটিং ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল জয়ী হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবারের লিগ্যাল ও মিডিয়া সমন্বয়কারী শামীম রানা, মেডিকেল সেকশনের একাডেমিক ইনচার্জ মন্টু বাইন, টেক্সটাইল এন্ড গার্মেন্টস ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান জান্নাতুল নাঈম, কম্পিউটার বিভাগের বিভাগীয় চঞ্চল আলী, ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান রাশনা শারমীন, সিভিল বিভাগের বিভাগীয় প্রধান তৌফিক এলাহি ওয়ারা, মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মামুন হক, আরএস বিভাগের বিভাগীয় প্রধান ওয়াহেদ মতিন, রেজিস্টার দীপক কুমার মণ্ডল, এইচআর রিয়াজ উদ্দিন ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক মিরাজ আলী সহ গুরুকুল শিক্ষা পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।