গুরুকুল ডিবেটিং ক্লাবের নির্বাচনের ফলাফল- সভাপতি তুষার, সাধারণ সম্পাদক আসিফ

গুরুকুল ডিবেটিং ক্লাব প্রথমবারের মতো আজ উৎসব মুখর পরিবেশে,ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হল । আজ ১৩/০৮/১৬ শনিবার ছিল গুরুকুল শিক্ষা পরিবারের জন্য একটি স্মরণীয় দিন।
নির্বাচনে ৫ টি পদের জন্য ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । ক্লাবের মোট ৭0 জন ভোটারের মধ্যে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ইলেকট্রিক্যাল ৩য় পর্বের ইয়াছিন আরাফাত তুষার,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেক্সটাইল ৩য় পর্বের ইব্রাহিম খলিলুল্লাহ পেয়েছে ১৮ ভোট ।

সাধারণ সম্পাদক পদে ম্যাটস ১ম পর্বের এজাজ মাহমুদ(আসিফ)=৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেশালাইজড মেডিকেল ইন্সটিটিউট প্যাথলজি ৩য় পর্বের তারিকুল ইসলাম পেয়ে ১৪ ভোট ।

সাংগঠনিক সম্পাদক পদে ম্যাটস ১ম পর্বের নাফসি বিশ্বাস বৃষ্টি ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিডিপিএম ৬ ষষ্ঠ পর্বের তাহিরা হুমায়ুন পেয়েছে ২৬ ভোট ।

তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে টেক্সটাইল ৩য় পর্বে সিদ্ধার্থ শোভন রায়৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিভিল ২য় পর্বের ফিরোজ আহমেদ পেয়েছে ১০ ভোট,

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে টেক্সটাইল ১ম পর্বের বিপ্লব হোসেন =৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলেকট্রিক্যাল ১ম পর্বের শাওন হোসেন পেয়েছে ৩০ ভোট ।

উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ,ইলেকট্রিক্যাল ট্রেড প্রধান ও গুরুকুল ডিবেটিং ক্লাবের মডারেটর রাশনা শারমিন ।

আমাদের সাথে যোগাযোগ

বাংলাদেশ নির্বাচন কমিশন