কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইনের সমাপণী অনুষ্ঠিত গুরুকুলে

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইনের সমাপণী অনুষ্ঠিত গুরুকুলে : সবাই হলে সচেতন ডেঙ্গু রুখতে কতক্ষণ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়ে আসছিল।

ডেঙ্গু

শনিবার কার্যক্রমের সমাপণী ঘোষনা করেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আসলাম হোসেন। এ উপলক্ষ্যে বিকাল ০৩.০০ টায় গুরুকুল অডিটোরিয়ামে সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক বলেন ডেঙ্গু প্রতিরোধে নিজ বাড়ির আঙ্গিনা সহ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল পরিস্কার পরিছন্ন রাখতে হবে।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিসি এ.বি.এম. আরিফুল ইসলাম, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, গুরুকুলের সহকারি পরিচালক রাকিবুজ্জামান তানিম সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
অনুষ্টানের ভিডিও রিপোর্ট:

উল্লেখ্য বিগত এক মাস যাবত কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবং গুরুকুল রোভার স্কাউট সহ কুষ্টিয়ার কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন করে আসছিলো।

[ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইনের সমাপণী অনুষ্ঠিত গুরুকুলে ]

আরও দেখুন:

 

ডেঙ্গু সচেতনতা বিষয়ে দেখুন গুরুকুল লাইভের ডিডিও: