কুষ্টিয়া গুরুকুলের ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের বিআরবি কেবল পরিদর্শন

দেশসেরা শিক্ষাগ্রুপ গুরুকুল শিক্ষা পরিবারের ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীরা বিশ্বখ্যাত দেশ সেরা কেবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেছে।

আজ রবিবার বেলা ১১ টায় গুরুকুল শিক্ষা পরিবার ইঞ্জিনিয়ারিং সেকশনের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউট এর ইলেক্ট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান রাশনা শারমিনের নেতৃত্বে ৭ম ও ৫ম পর্বের ৫০ জন শিক্ষার্থী বি.আর.বি কেবলস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শনে যান ।

এসময় বি.আর.বি কেবলস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দায়িত্বরত কর্মকর্তাগণ শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠান ঘুরিয়ে দেখান এবং উৎপাদন, বিপণন সম্পর্কে খুঁটিনাটি অবগত করেন।

বিআরবি কেবল

কর্মকর্তারা জানান ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের তাদের প্রতিষ্ঠানে নিয়মিত প্রয়োজন হয় । লেখাপড়া শেষে তাদের প্রতিষ্ঠানে চাকুরীর আগাম আমন্ত্রণ জানিয়েছেন। পরিদর্শন শেষে সকল শিক্ষার্থীর হাতে বিআরবি গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক তুলে দিয়েছেন।

বিআরবি কেবল

গুরুকুল শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মজিবর রহমান সহ সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এসময় ইলেকট্রিক্যাল ট্রেড শিক্ষক ফজলে হাসান রাব্বি ও ল্যাব সহকারী আসানুর ইসলাম সুজন উপস্থিত ছিলেন ।

আরো পড়ুনঃবিআরবি কেবল

আমাদের সাথে যোগাযোগ