গুরুকুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গুরুকুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত : ১৪ ডিসেম্বর, ২০১৯ তারিখ রোজ শনিবার গুরুকুল হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বুদ্ধিজীবী দিবসের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহম্মেদ মিন্টু। গুরুকুল কালচারাল কমিটির চেয়ারম্যান জনাব শাহীন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় শুরু হয়।

গুরুকুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিতঅনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবসে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে শেখ গিয়াস উদ্দিন আহম্মেদ মিন্টু  বলেন –

স্বাধীনতা যে কোন জাতির শ্রেষ্ঠ সম্পদ। একটি সশস্ত্র ও প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে জয়লাভ নিরস্ত্র বাঙালির জন্য অবিশ্বাস্য ছিল। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। তিনি বলেন – যারা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার সক্ষমতা রাখতেন, এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে হত্যার মিশনে নামে। আমাদেরকে বহু বছর পিছিয়ে দেয়।

কিন্তু বঙ্গবন্ধুর রক্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আবার আমরা ঘুরে দাড়াতে পেরেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশকে তাঁর প্রত্যাশিত পথে আজ চালিত করছেন তার কন্যা। আজ আমরা উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশের পথে হাঁটছি। তাই আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ায় অবদান রাখতে এগিয়ে আসতে হবে। বিশেষ করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মিশনে তরুণদের অবদান রাখতে হবে।

সভায় গুরুকুল এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

[ গুরুকুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ]

আরো পড়ুন: