কুষ্টিয়া গুরুকুলের আন্ত:টেকনোলজি বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধন

সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবারের আন্ত:টেকনোলজি বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৫ এর উদ্ভোধন হয়েছে। গতকাল সকাল ৯টায় কুষ্টিয়া শহরের হাউজিং নিশান মোড় সংলগ্ন একতা মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধন করেন কুষ্টিয়া গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী শহিদ মোঃ কবির ও বাসার ক্রিকেট একাডেমির পরিচালক আপন বাশার। সা

সেগ-গুরুকুল শিক্ষা পরিবারের আন্ত:টেকনোলজি বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৫ এর উদ্ভোধনীর পূর্বে আন্ত:টেকনোলজি ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৪ এর বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক নৃপেন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবারের পরিচালক প্রসাশন মনির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া গনপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জামাত আলী।

বিজয় দিবস

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী তানভীর মেহেদি, ইঞ্জিনিয়ারিং বিভাগের একাডেমিক ইনচার্জ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, মেডিকেল বিভাগের একাডেমিক ইনচার্জ মন্টু বাইন, সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবারের লিগ্যাল এন্ড মিডিয়া সমন্বয়কারী শামীম রানা ও প্রমোশন বিভাগের প্রধান রফিকুল ইসলাম।

উদ্ভোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের ১ম খেলায় সিভিল টেকনোলজি ২৪ রানে মেডিকেল ইন্সটিটিউটকে পরাজিত করে। ২য় খেলায় গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজিকে ৬ উইকেটে পরাজিত করে এবং দিনের শেষ খেলায় কম্পিউটার টেকনোলজিকে ৮ উইকেটে পরাজিত করে টেক্সটাইল টেকনোলজি জয়লাভ করে।

খেলা পরিচালনা করেন আরএস বিভাগের শিক্ষক আব্দুল মতিন, আতিকুল ইসলাম, টেক্সটাইল টেকনোলজির শিক্ষক মিরাজ আলী ও মেডিকেল টেকনোলজির শিক্ষক আলমগীর হোসেন। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন টেক্সটাইল, গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং টেকনোলজির বিভাগীয় প্রধান জান্নাতুল নাঈম, ইলেকটিক্যাল টেকনোলজির বিভাগীয় প্রধান সেজাউর রহমান, কম্পিউটার টেনকোলজির বিভাগীয় প্রধান চঞ্চল আলী, মেকানক্যিাল টেকনোরজির বিভাগীয় প্রধান আব্দুল খালেক ও সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান পূর্নিমা রানী।

১ম দিনের খেলা শেষে আয়োজক কমিটির আহবায়ক নৃপেন কুমার সাহা জানান ১৬ই ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবসের দিন উক্ত ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

আরো পড়ুনঃ ৩ দিন ব্যাপী গুরুকুল বিজয় দিবস আন্ত: টেকনোলজি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন