ইন্সটিটিউট

Specialized Institute of Health Technology (SIHT) Logo

স্পেশালাইজড্ ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি:
স্পেশালাইজড্ ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (ইংরেজি: Specialized Institute of Health Technology (SIHT):) বা সংক্ষেপে এস.আই.এইচ.টি একটি মেডিকেল টেকনোলোজি শিক্ষা প্রতিষ্ঠান। এই ইন্সটিটিউট টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর স্বাস্থ্য মন্ত্রণালয়র এর আওতাধীন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত। এই প্রতিষ্ঠানটিতে- ডিপ্লোমা ইন ফার্মেসী, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপি, ডিপ্লোমা ইন রেডিওলোজী এন্ড ইমেজিং, ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি, ডিপ্লোমা ইন স্যানেটারি ইন্সপেক্টর শিপ ট্রেইনিং বিষয়ে পাঠদান করা হয়। ওয়েব: http://specialized.edu.bd/

.

Quamrul Islam Siddique Institute (QISI) Logo | কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউট লোগো

কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউট:
কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউট (ইংরেজি: Quamrul Islam Siddique Institute (QISI): বা সংক্ষেপে কিউ.আই.এস.আই, একটি ইঞ্জিনিয়ারিং টেকনোলোজি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষা মন্ত্রণালয় এর আতাধীন কারিগরি শিক্ষা বোর্ড এর অধিভুক্ত। এই প্রতিষ্ঠানটিতে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, টেক্সটাইল, মেকানিক্যাল, আর্কিটেকচার, কেমিক্যাল, অটোমোবাইল, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ফুড, এনভায়রনমেন্টাল, গার্মেন্টস সহ বিভিন্ন বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ও বিভিন্ন মেয়াদের শর্ট কোর্স করানো হয়। ওয়েব: http://qisi.edu.bd/

.
SMI Logoস্পেশালাইজড্ মেডিক্যাল ইন্সটিটিউট:

স্পেশালাইজড্ মেডিকেল ইন্সটিটিউট (ইংরেজি: Specialized Medical Institute (SMI):) বা সংক্ষেপে এস.এম.আই একটি মেডিকেল টেকনোলোজি শিক্ষা প্রতিষ্ঠান। এই ইন্সটিটিউট টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর শিক্ষা মন্ত্রণালয়র এর আওতাধীন কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত। এই প্রতিষ্ঠানটিতে – ডিপ্লোমা-ইন-ল্যাবরেটরি মেডিসিন টেকনোলোজি, ডিপ্লোমা-ইন-ফার্মেসি, সার্টিফিকেট-ইন-ল্যাবরেটরি মেডিসিন, সার্টিফিকেট-ইন-প্যারামেডিক্যাল টেকনোলোজিতে পাঠদান করা হয়। ওয়েব : http://smi.edu.bd/

.
Gurukul Institute of Health Technology (GIHT) Logo | গুরুকুল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি (জিআইএইচটি) লোগোগুরুকুল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি:

গুরুকুল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি (ইংরেজি: Gurukul Institute of Health Technology (GIHT):) বা সংক্ষেপে জি.আই.এইচ.টি একটি মেডিকেল টেকনোলোজি শিক্ষা প্রতিষ্ঠান। এই ইন্সটিটিউট টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর স্বাস্থ্য মন্ত্রণালয়র এর আওতাধীন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত। এই প্রতিষ্ঠানটিতে- ডিপ্লোমা ইন ফার্মেসী, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপি, ডিপ্লোমা ইন রেডিওলোজী এন্ড ইমেজিং, ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি, ডিপ্লোমা ইন স্যানেটারি ইন্সপেক্টর শিপ ট্রেইনিং বিষয়ে পাঠদান করা হয়।

.

সুফি ফারুক ইন্সটিটিউট অব টেকনোলোজি:

সুফি ফারুক ইন্সটিটিউট অব টেকনোলোজি (ইংরেজি: Sufi Faruq Institute of Technology (SFIT):) বা সংক্ষেপে এস.এফ.আই.টি একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে লাগসই প্রযুক্তি ও বিশেষায়িত স্বল্প মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে কর্মহীন জনগোষ্ঠীকে দ্রুত কর্মে নিয়োজিত হবার সক্ষমতা তৈরি করা হয়। পাশাপাশি বিভিন্ন পেশায় নিযুক্ত জনগোষ্ঠীর স্বল্প মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আয় বর্ধনে সহায়তা করা হয়।

.
C:\Users\SufiFaruq\Downloads\Gurukul Medical Assistant Training School, GMATS, Logoগুরুকুল মেডিকেল এ্যসিসটেন্ট ট্রেনিং স্কুল:

গুরুকুল মেডিকেল এ্যসিসটেন্ট ট্রেনিং স্কুল (ইংরেজি: Gurukul Medical Assistant Training School (GMATS) বা সংক্ষেপে জি.ম্যাটস্ এক ধরনের বিশেষায়িত মেডিক্যাল ডিপ্লোমা স্কুল। এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আওতাধীন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত। এই প্রতিষ্ঠানে অনুষদের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা হয় এবং অনুষদের সরাসরি তত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হয়। এই প্রতিষ্ঠানে মূলত Diploma of Medical Faculty (DMF) কোর্সে পাঠদান করা হয়। এই কোর্সের মেয়াদ বর্তমানে ৪ বছর। সরকার অনুমোদিত যেকোনো ম্যাটস্ পাঠ্যক্রম সম্পন্ন করে যারা উত্তীর্ণদের Diploma of Medical Faculty (DMF) ডিগ্রি দেয়া হয়। ডিগ্রি গ্রহণ করে এসব চিকিৎসক-গন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন/লাইসেন্স প্রাপ্ত হয়ে চাকুরী বা প্রাইভেট মেডিকেল প্র্যাকটিস কাজ করতে পারেন। ওয়েব: http://gmats.edu.bd/

.

Kushtia Medical Institute (KMI)

কুষ্টিয়া মেডিক্যাল ইন্সটিটিউট:

কুষ্টিয়া মেডিকেল ইন্সটিটিউট (ইংরেজি: Kushtia Medical Institute (KMI):) বা সংক্ষেপে কে.এম.আই একটি মেডিকেল টেকনোলোজি শিক্ষা প্রতিষ্ঠান। এই ইন্সটিটিউট টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর শিক্ষা মন্ত্রণালয়র এর আওতাধীন কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত। এই প্রতিষ্ঠানটিতে – ডিপ্লোমা-ইন-ল্যাবরেটরি মেডিসিন টেকনোলোজি, ডিপ্লোমা-ইন-ফার্মেসি, সার্টিফিকেট-ইন-ল্যাবরেটরি মেডিসিন, সার্টিফিকেট-ইন-প্যারামেডিক্যাল টেকনোলোজিতে পাঠদান করা হয়।

 

.
Specialized Medical Assistant Training School (SMATS) Logoস্পেশালাইজড্ মেডিক্যাল এসিসটেন্ট ট্রেনিং স্কুল:

স্পেশালাইজড মেডিকেল এ্যসিসটেন্ট ট্রেনিং স্কুল (ইংরেজি: Specialized Medical Assistant Training School (GMATS) বা সংক্ষেপে এস.ম্যাটস্ এক ধরনের বিশেষায়িত মেডিক্যাল ডিপ্লোমা স্কুল। এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আওতাধীন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত। এই প্রতিষ্ঠানে অনুষদের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা হয় এবং অনুষদের সরাসরি তত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হয়। এই প্রতিষ্ঠানে মূলত Diploma of Medical Faculty (DMF) কোর্সে পাঠদান করা হয়। এই কোর্সের মেয়াদ বর্তমানে ৪ বছর। সরকার অনুমোদিত যেকোনো ম্যাটস্ পাঠ্যক্রম সম্পন্ন করে যারা উত্তীর্ণদের Diploma of Medical Faculty (DMF) ডিগ্রি দেয়া হয়। ডিগ্রি গ্রহণ করে এসব চিকিৎসক-গন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন/লাইসেন্স প্রাপ্ত হয়ে চাকুরী বা প্রাইভেট মেডিকেল প্র্যাকটিস কাজ করতে পারেন। ওয়েব: http://smats.edu.bd/

 

সাসেগ গুরুকুল নার্সিং ইন্সটিটিউট

সাসেগ গুরুকুল নার্সিং ইন্সটিটিউট (ইংরেজি Saseg-Gurukul Nursing Institute) একটি মেডিকেল নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান। এই ইন্সটিটিউট টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর স্বাস্থ্য মন্ত্রণালয় এর আওতাধীন বাংলাদেশ নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াফেরি অধিভুক্ত। এই প্রতিষ্ঠানটিতে-গত ৩ বছর যাবত দক্ষ নার্স গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।বাস্তবভিত্তিক পাঠদানের লক্ষ্যে দক্ষ সিনিয়র নার্স ও ডাক্তারদ্বারা পরিচালিত হয়।আমাদের রয়েছে নিজস্ব তত্তাবধায়নে পরিচালিত হাসপাতাল ও সমৃদ্ধ মেডিক্যাল ল্যাব।ওয়েব: http://dept-nursing.gurukul.edu.bd

 

 

Baitul Hikmah (House of Wisdom) Logo | বাইতুল হিকমাহ লোগোবায়তুল হিকমাহ:

বায়তুল হিকমাহ (ইংরেজিতে: House of Wisdom) – গুরুকুল শিক্ষা পরিবারের আওতায় একটি জ্ঞান কেন্দ্র। এই জ্ঞান কেন্দ্রটি আব্বাসীয় খলিফা মামুনের ৮৩০ খ্রিস্টাব্দে বাগদাদ নগরীতে প্রতিষ্ঠিত ‘বাইতুল হিকমাহ’ এর সৃতিতে প্রতিষ্ঠিত। বাইতুল হিকমাহ ছিল মূলত গ্রন্থাগার। তবে তার সাথে ছিল শিক্ষায়তন ও অনুবাদ কার্যালয়। বাইতুল হিকমাহ মুসলিমদের ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়। এই সময়ে মুসলিমরা সারা পৃথিবীর সব ধরনের মতের ও পথের জ্ঞানকে সংগ্রহ করেছে, সংরক্ষণ করেছে। তা নিয়ে গবেষণা করেছে, বিতর্ক-বক্তৃতা করেছে। ইতিহাসের এই সময়টিতে মুসলিমরা সবচেয়ে বেশি কুসংস্কার মুক্ত হয়ে জ্ঞানবিজ্ঞানের চর্চা করেছিল।

.

Alo Medical Assistant Training School, ALOMATS, Logoআলো মেডিক্যাল এসিসটেন্ট ট্রেনিং স্কুল:

আলো মেডিকেল এ্যসিসটেন্ট ট্রেনিং স্কুল (ইংরেজি: Alo Medical Assistant Training School (ALOMATS) বা সংক্ষেপে আলো.ম্যাটস্ এক ধরনের বিশেষায়িত মেডিক্যাল ডিপ্লোমা স্কুল। এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আওতাধীন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত। এই প্রতিষ্ঠানে অনুষদের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা হয় এবং অনুষদের সরাসরি তত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হয়। এই প্রতিষ্ঠানে মূলত Diploma of Medical Faculty (DMF) কোর্সে পাঠদান করা হয়। এই কোর্সের মেয়াদ বর্তমানে ৪ বছর। সরকার অনুমোদিত যেকোনো ম্যাটস্ পাঠ্যক্রম সম্পন্ন করে যারা উত্তীর্ণদের Diploma of Medical Faculty (DMF) ডিগ্রি দেয়া হয়। ডিগ্রি গ্রহণ করে এসব চিকিৎসক-গন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন/লাইসেন্স প্রাপ্ত হয়ে চাকুরী বা প্রাইভেট মেডিকেল প্র্যাকটিস কাজ করতে পারেন।