
কর্মসূচির সূচি
জাতীয় শোক দিবস উপলক্ষে ১২ আগস্ট হামদ ও নাত প্রতিযোগিতা, ১৩ আগস্ট উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং ১৫ আগস্ট কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসের হল রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আলোচনা সভা
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান ও ইন্সট্রাকটর রাশনা শারমিন। এসময় বক্তব্য রাখেন ইনচার্জ (ফাইন্যান্স) খোন্দকার রুহুল আমীন, ইনচার্জ (লিগ্যাল এন্ড এডমিন) শামীম রানা, জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান, ইনচার্জ (কমার্শিয়াল) রফিকুল ইসলাম, সিভিল ট্রেড প্রধান উমাইয়া মল্লিক, কম্পিউটার ট্রেড প্রধান বিথী খাতুন, মেকানিক্যাল ট্রেড প্রধান তামান্না আফরোজ, আরএস ট্রেড প্রধান এম এ মাসুম, টেক্সটাইল ট্রেড প্রধান সালাউদ্দিন আহমেদ এবং গুরুকুল ম্যাটস প্রধান শিউলি খাতুন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন টেক্সটাইল তৃতীয় পর্বের বিপ্লব হোসেন ও ইলেকট্রিক্যাল ৫ম পর্বের ইয়াসিন আরাফাত তুষার। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী নাজমুল এবং পবিত্র গীতা পাঠ করেন শিক্ষার্থী সিদ্ধার্থ শোভন রায়।
অনুষ্ঠান পরিচালনা ও সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত শিক্ষক সাদিয়া ইসলাম ও ইংরেজি শিক্ষক শর্মিলা আক্তার। সঙ্গীত পরিবেশন করেন অ্যাকাউন্টিং শিক্ষক সালাউদ্দিন কাদের। দোয়া মাহফিল পরিচালনা করেন লিগ্যাল এন্ড এডমিন বিভাগের সহকারী হাফেজ কুদরত উল্লাহ।
পুরস্কার বিতরণী
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হামদ প্রতিযোগিতা:
১ম স্থান: আল হোসাইন (টেক্সটাইল ৫ম পর্ব)
২য় স্থান: মৌসুমী খাতুন (IHT ১ম বর্ষ)
নাত প্রতিযোগিতা:
১ম স্থান: বিপ্লব হোসেন (টেক্সটাইল ৩য় পর্ব)
২য় স্থান: সিদ্ধার্থ শোভন রায় (টেক্সটাইল ৫ম পর্ব)
৩য় স্থান: আব্দুস সামাদ
৪র্থ স্থান: ইয়াসিন আরাফাত তুষার (ইলেকট্রিক্যাল ট্রেড)
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা:
১ম স্থান: নেছার আহমেদ (ইলেকট্রিক্যাল ৩য় পর্ব)
২য় স্থান: সোহাগ হোসেন (সিভিল ১ম পর্ব)
৩য় স্থান: ময়না আক্তার (কম্পিউটার ৩য় পর্ব)
রচনা প্রতিযোগিতা (বিষয়: বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ):
১ম স্থান: নেছার আহমেদ (ইলেকট্রিক্যাল ৩য় পর্ব)
২য় স্থান: সোহাগ হোসেন (সিভিল ১ম পর্ব)
৩য় স্থান: ময়না আক্তার (কম্পিউটার ৩য় পর্ব)
