উপদেষ্টা পরিষদ

গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক (GCLN) এর উপদেষ্টা পরিষদ হলো আমাদের পথপ্রদর্শক মঞ্চ। এই পরিষদে রয়েছেন অভিজ্ঞ শিক্ষাবিদ, শিল্প ও ব্যবসায়িক নেতা, সংস্কৃতি অঙ্গনের গুণীজন, গবেষক ও সামাজিক উন্নয়নকর্মীরা।

তাদের মূল লক্ষ্য হলো দেশের বাস্তব চাহিদার সাথে বৈশ্বিক শিক্ষা প্রবণতার সমন্বয় ঘটানো, যাতে GCLN সবসময় সময়োপযোগী ও আধুনিক থাকে। তারা কারিকুলাম, ডিজিটাল শিক্ষা, গবেষণা, নীতি-নির্ধারণ, আন্তর্জাতিক সহযোগিতা ও কমিউনিটি উন্নয়নসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন।

তাদের দিকনির্দেশনায় GCLN শিক্ষার্থীদের গড়ে তুলছে শুধু দক্ষ পেশাজীবী হিসেবে নয়, বরং আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে। এখানে শিক্ষার্থীরা জ্ঞান, মূল্যবোধ ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক দুনিয়ায় এগিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়।

অতএব, উপদেষ্টা পরিষদ হলো GCLN-এর জ্ঞান ও নেতৃত্বের ভিত্তি, যা গুরুকুলকে শিক্ষা, দক্ষতা ও মানবিক উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছে।

উপদেষ্টা পরিষদ

ড: আলাউদ্দিন আহমেদ, সভাপতি, উপদেষ্টা পরিষদ
ড. আলাউদ্দিন আহমেদ

 

ড. আলাউদ্দিন আহমেদ

সভাপতি, উপদেষ্টা পরিষদ

ড. আলাউদ্দিন আহমেদ বাংলাদেশের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক সংস্কারকর্মীদের মধ্যে এক সুপরিচিত নাম। বিশেষ করে তাঁর নিজ জেলা কুষ্টিয়ার উন্নয়নে তাঁর অবদান অতুলনীয়। তিনি বর্তমানে হেলথকেয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (HDC)শিলাইদহ ডেইরি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আলো মাল্টিপারপাস লিমিটেডবাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড-এর চেয়ারম্যান। এছাড়া তিনি কুষ্টিয়া ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন। প্রতিটি দায়িত্ব তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন।

মোমলুক সাবির আহমেদ, সদস্য, উপদেষ্টা পরিষদ
মোমলুক সাবির আহমেদ

 

মোমলুক সাবির আহমেদ

মাননীয় সদস্য, উপদেষ্টা পরিষদ

মোমলুক সাবির আহমেদ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (ICT) খাতের অন্যতম পথিকৃৎ উদ্যোক্তা। তিনি কম্পিউটার সার্ভিসেস লিমিটেড (CSL)-এর ব্যবস্থাপনা পরিচালক। CSL বাংলাদেশের শীর্ষ প্রযুক্তি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান, যা প্রযুক্তি কৌশল, বাস্তবায়ন, ব্যবসায় রূপান্তর এবং অপারেশনাল সমাধান প্রদান করে আসছে—যেখানে গ্রাহকরা ডিজিটাল অর্থনীতির জটিলতা মোকাবিলা করে।

 

ডা. মো. মাহবুবুল ইসলাম
ডা. মো. মাহবুবুল ইসলাম

.

 

ডা. মো. মাহবুবুল ইসলাম

মাননীয় সদস্য, উপদেষ্টা পরিষদ

ডা. মো. মাহবুবুল ইসলাম (MBBS, MCPS, DA) ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের এনেস্থেসিওলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ ও বিদেশে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।

 

লুৎফর রহমান
লুৎফর রহমান

 

লুৎফর রহমান

মাননীয় সদস্য, উপদেষ্টা পরিষদ

জনাব লুৎফর রহমান একজন তথ্যপ্রযুক্তি (ICT) বিশেষজ্ঞ, যাঁর ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন খাতে—যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাংকিং, ম্যানুফ্যাকচারিং এবং টেলিকমিউনিকেশন। গত ১২ বছর তিনি গ্রামীণফোন, এয়ারটেলসহ শীর্ষ কোম্পানিগুলোতে CXO পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কনটেসা সলিউশনস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক।

 

ব্যারিস্টার আরিফুর রহমান, মাননীয় সদস্য, উপদেষ্টা পরিষদ
ব্যারিস্টার আরিফুর রহমান

ব্যারিস্টার আরিফুর রহমান

মাননীয় সদস্য, উপদেষ্টা পরিষদ

ব্যারিস্টার আরিফুর রহমান বাংলাদেশের একজন খ্যাতনামা কর্পোরেট আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট। যুক্তরাজ্যে আইন শিক্ষা শেষে তিনি দেশে ফিরে আসেন এবং প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান খানের নেতৃত্বাধীন Lee Khan and Partners নামক সম্মানজনক ল’ ফার্মে পেশাগত জীবন শুরু করেন। বর্তমানে তিনি এ. রহমান অ্যাসোসিয়েটস-এর প্রধান (Head of Chamber)।

 

[ উপদেষ্টা পরিষদ সদস্য জনাব ডা: মাহবুবুল ইসলাম ইন্তেকাল করেছেন ]