অক্টোবর ২৭, ২০১৭ : কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে সহায়ক স্কিলস কম্পিটিশন–২০১৭-এর প্রাতিষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়েছে গুরুকুল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট “কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউট” আয়োজনে এবং স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)-এর সহযোগিতায়।

দিনব্যাপী প্রতিযোগিতা
বৃহস্পতিবার সকাল ১০টায় গুরুকুল লালন সাঁই ক্যাম্পাস হল রুমে প্রতিযোগিতার উদ্বোধন হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতায় গুরুকুলের ৬টি টেকনোলজির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মূল্যায়ন ও উপস্থিত অতিথিবৃন্দ
প্রতিযোগিতায় মূল্যায়ন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন—
কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা
কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আক্তারুজ্জামান
কুষ্টিয়া সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট নিখিল চন্দ্র ঘোষ
গুরুকুল প্রশাসনিক কর্মকর্তা শামীম রানা
গুরুকুল কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশনা শারমিন
পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর সহকারী পরিচালক (PIU) জাহিদুল কবির খান।

আয়োজক কমিটির বক্তব্য
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম-আহ্বায়ক ও আরএস ট্রেড প্রধান এম. এম. মাসুম, সদস্য কম্পিউটার ট্রেড প্রধান বিথী খাতুন, টেক্সটাইল ট্রেড প্রধান হাবিবুর রহমান, সিভিল ট্রেড প্রধান সিরাজুম মনিরা, মেকানিক্যাল ট্রেড প্রধান তামান্না আফরোজ, এবং জিডিপিএম ট্রেড প্রধান খাইরুল বাশার।

প্রতিযোগিতার ফলাফল
প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিজয়ী প্রজেক্টসমূহ—
প্রথম স্থান: কম্পিউটার টেকনোলজির উদ্ভাবিত “স্মার্ট সিটি অ্যান্ড হাউজ” প্রজেক্ট
দ্বিতীয় স্থান: ইলেকট্রিক্যাল টেকনোলজির উদ্ভাবিত “ডিজিটাল পাওয়ার হাউজ” প্রজেক্ট
তৃতীয় স্থান: জিডিপিএম টেকনোলজির কাপড় ও ফাইবার দ্বারা নির্মিত বিভিন্ন হস্তশিল্প প্রজেক্ট
উল্লেখ্য, এই প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রজেক্টগুলো আগামী ১৮ নভেম্বর যশোর পলিটেকনিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উপস্থিতি
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গুণীজন, শিল্প ও কলকারখানার মালিক, প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
