ঐতিহ্যবাহী কুষ্টিয়া গুরুকুলের লালন সাঁই ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।



কেক কেটে সূচনা
অনুষ্ঠানের শুরুতে গুরুকুলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আলোচনা সভা
এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন—
বঙ্গবন্ধু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন জাতির মুক্তির প্রতীক।
তাঁর নেতৃত্বেই বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে।
বঙ্গবন্ধুর শিশুপ্রেম ও শিশুদের প্রতি দায়বদ্ধতার কথাও তুলে ধরা হয়, যা আজকের জাতীয় শিশু দিবসকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
সাংস্কৃতিক পরিবেশনা
আলোচনা শেষে গুরুকুল কালচারাল ক্লাবের সদস্যরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশন করেন—
২টি দেশাত্মবোধক গান
১টি নৃত্য
এসব পরিবেশনায় বঙ্গবন্ধুর আদর্শ, সংগ্রাম ও দেশপ্রেমকে তুলে ধরা হয়।
উপস্থিতি
অনুষ্ঠানে গুরুকুলের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল সেকশনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এছাড়াও অংশগ্রহণ করে গুরুকুল রোভার স্কাউট গ্রুপ এবং গুরুকুল কালচারাল ক্লাবের সদস্যরা।
ফটো ক্যাপশন
গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষকদের একাংশ
গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিনে রোভার স্কাউট সদস্যদের একাংশ
গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিনে কালচারাল ক্লাবের সদস্যদের একাংশ
কুষ্টিয়া গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন হয়ে উঠেছিল এক অনন্য স্মরণীয় আয়োজন। আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে প্রেরণা নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।