গুরুকুলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

ঐতিহ্যবাহী কুষ্টিয়া গুরুকুলের লালন সাঁই ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস

গুরুকুলে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষকদের একাংশ-A Part of teachers on the birth anniversary of Bangabandhu in Gurukul
গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষকদের একাংশ-A Part of teachers on the birth anniversary of Bangabandhu in Gurukul

 

গুরুকুলে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে রোভার স্কাউট এর সদস্যদের একাংশ-A Part of the members of the Rover Scout on the occasion of Bangabandhu's birthday
গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিনে রোভার স্কাউট এর সদস্যদের একাংশ-A Part of the members of the Rover Scout on the occasion of Bangabandhu’s birthday

 

গুরুকুলে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে কালচারাল ক্লাবের সদস্যদের একাংশ-A Part of the members of the cultural club on the occasion of Bangabandhu's birthday
গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিনে কালচারাল ক্লাবের সদস্যদের একাংশ-A Part of the members of the cultural club on the occasion of Bangabandhu’s birthday

 

কেক কেটে সূচনা

অনুষ্ঠানের শুরুতে গুরুকুলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আলোচনা সভা

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন—

  • বঙ্গবন্ধু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন জাতির মুক্তির প্রতীক

  • তাঁর নেতৃত্বেই বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে।

  • বঙ্গবন্ধুর শিশুপ্রেম ও শিশুদের প্রতি দায়বদ্ধতার কথাও তুলে ধরা হয়, যা আজকের জাতীয় শিশু দিবসকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

 

 

সাংস্কৃতিক পরিবেশনা

আলোচনা শেষে গুরুকুল কালচারাল ক্লাবের সদস্যরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশন করেন—

  • ২টি দেশাত্মবোধক গান

  • ১টি নৃত্য

এসব পরিবেশনায় বঙ্গবন্ধুর আদর্শ, সংগ্রাম ও দেশপ্রেমকে তুলে ধরা হয়।

উপস্থিতি

অনুষ্ঠানে গুরুকুলের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল সেকশনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এছাড়াও অংশগ্রহণ করে গুরুকুল রোভার স্কাউট গ্রুপ এবং গুরুকুল কালচারাল ক্লাবের সদস্যরা।

ফটো ক্যাপশন

  • গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষকদের একাংশ

  • গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিনে রোভার স্কাউট সদস্যদের একাংশ

  • গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিনে কালচারাল ক্লাবের সদস্যদের একাংশ

 

কুষ্টিয়া গুরুকুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন হয়ে উঠেছিল এক অনন্য স্মরণীয় আয়োজন। আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে প্রেরণা নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।