গুরুকুল রোভার স্কাউট গ্রুপ ও কুষ্টিয়া জেলা রোভার-এর যৌথ আয়োজনে স্কাউটিং-এর প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল বিপির জন্মদিন ও স্কাউটিং-এর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা।

বর্ণাঢ্য র্যালি
র্যালিটি প্রথমে কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাস থেকে শুরু হয়।
পরে এটি কুষ্টিয়া সরকারি কলেজ চত্বর থেকে জেলা রোভারের অন্যান্য কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়।
র্যালিটি কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে এসে সমাপ্ত হয়।
আলোচনা সভা ও কেক কাটা
র্যালি শেষে আয়োজিত হয় বিপির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
সভায় বক্তব্য রাখেন:
একেএম সামসুল হক, সম্পাদক, কুষ্টিয়া জেলা রোভার স্কাউট ও সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ
এস.এম. শামীম রানা, সভাপতি, গুরুকুল রোভার স্কাউট গ্রুপ
এসময় আরও উপস্থিত ছিলেন—
এম. এ. মাসুম, সম্পাদক, গুরুকুল রোভার স্কাউট
রাসনা শারমিন, ইউনিট লিডার, গুরুকুল গার্ল-ইন রোভার
মাসুদুর রহমান, ইউনিট লিডার, কুষ্টিয়া সরকারি কলেজ
ড. নূরুন্নাহার, ইউনিট লিডার, গার্ল-ইন রোভার
অংশগ্রহণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার সদস্যরা, যেমন:
কুষ্টিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ
গুরুকুল রোভার স্কাউট গ্রুপ
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ
সরকারি মহিলা কলেজ
কুয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসা
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট
বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচি শুধু বিপির জন্মদিনকেই স্মরণীয় করেনি, বরং কুষ্টিয়ার তরুণ প্রজন্মের কাছে স্কাউটিং আন্দোলনের ইতিহাস, মূল্যবোধ ও গুরুত্বকে নতুনভাবে উপস্থাপন করেছে।