ক্যাম্পাস প্রেস রিলিজ: গুরুকুল পরিবার আয়োজিত গুরুকুল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের অভিভাবক সমাবেশ গতকাল শনিবার কুষ্টিয়ার গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় প্রধান শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন গুরুকুল একাডেমিক ইনচার্জ শামীম রানা, কম্পিউটার টেকনোলজির গাইড শিক্ষক মশিউল ইসলাম ও আরজ আলী।

অভিভাবকদের অংশগ্রহণ ও মতামত
কম্পিউটার টেকনোলজির মোট ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৮ জন অভিভাবক বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন—নাঈম হোসেন, সুমন আশিক, আলাউদ্দিন আহমেদ, আজমল হক, নিলুফা ইয়াসমিন, রুবিয়া খাতুন, সোহেল রানা, রিয়াজ উদ্দিন, হাবিবুর রহমান, রোকনুজ্জামান, আক্তার জামান, জিল্লুর রহমান, আলামিন হোসেন, আব্দুল মালেক, সাদিয়া খানম লাকি, আফরোজা খাতুন, এরশাদ আলী ও বাবু।
সমাবেশে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও খাতা অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়। অভিভাবকেরা রেজাল্ট, নিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষার মান, প্রতিষ্ঠানিক পরিবেশ এবং শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে প্রশ্ন করেন। এসব প্রশ্নের উত্তর দেন ট্রেড প্রধান, গাইড শিক্ষক ও একাডেমিক ইনচার্জ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরামর্শ
গুরুকুলের পক্ষ থেকে বক্তারা বলেন, “আপনারা প্রতি সপ্তাহে অন্তত একদিন কলেজে এসে সন্তানের গাইড শিক্ষকের সাথে কথা বলবেন, খোঁজ নেবেন এবং আমাদের পরামর্শ দেবেন কীভাবে আমরা আরও ভালো করতে পারি।”
বক্তারা আরও জানান, গুরুকুল শিক্ষা পরিবারে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি স্পোর্টস ক্লাব, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব এবং রোভার স্কাউটের মাধ্যমে এক্সট্রা কারিকুলার কার্যক্রমে অংশ নেয়, যাতে তারা ব্যক্তিত্বসম্পন্ন ও সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।

যোগাযোগ ও সেবা নিশ্চিতকরণ
শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সরাসরি অভিভাবকদের সাথে যোগাযোগ রাখা এবং পরীক্ষার ফলাফল বাসায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন কর্তৃপক্ষ।
গুরুকুলের লক্ষ্য ও অর্জন
বক্তারা উল্লেখ করেন, দেশবরেণ্য তথ্য প্রযুক্তিবিদ ও গুরুকুল পরিবারের প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর-এর প্রতিষ্ঠিত এই শিক্ষা পরিবারে বর্তমানে ৭টি ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৩টি মেডিকেল বিভাগসহ সারাদেশে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে, যাদের অনেকেই বিদেশে দক্ষতার সাথে কাজ করার যোগ্যতা অর্জন করছে।
কারিগরি শিক্ষায় হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা এবং দেশের উন্নয়নে যুক্ত করার লক্ষ্যেই গুরুকুলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মীরা একযোগে কাজ করে যাচ্ছেন।
আগামী আয়োজন
গুরুকুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৮ দিন গুরুকুল পরিবারের বিভিন্ন বিভাগের অভিভাবক সমাবেশ চলবে। আগামীকাল অনুষ্ঠিত হবে সিভিল টেকনোলজি বিভাগের অভিভাবক সমাবেশ।