গৌরবময় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গুরুকুল ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিভাগ সমূহের বিদায় অনুষ্ঠান-২০১৮। এদিন ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ৮৯২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে।

দিনের সূচনা:
সকালে কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাস থেকে শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পৌঁছে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
সেখানে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আলোচনা সভা ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অতিথি ও বক্তৃতা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুকুল প্রমুখ তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক এবং চেয়ারম্যান আজিজা আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন দেশের সুপরিচিত অভিনেত্রী তানভীন সুইটি, তারিন জাহান, নওশীন নাহারীন মৌ, আদনান ফারুক হিল্লোল, মাজনুন মিজান, আমান রেজা, প্রণীল জাহিদ, সুমা, প্রমা, নমিরা, প্রত্যয় খান, কমল চৌধুরী, আরহাম চৌধুরী ও মুনা চৌধুরী।
বিশেষ বক্তা ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান ও বাংলাদেশ টেরিটোরিয়াল ফোর্সেস অফিসার লেফটেন্যান্ট আহসান কবির রানা।
সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—
কুষ্টিয়া পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম নূরুল ইসলাম
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া
এস.এ ইউ ফ্যাশন লিমিটেডের ফেব্রিক মার্চেন্ডাইজার তৌহিদুজ্জামান
আরআর ফাউন্ডেশনের সিইও রাসেল আহমেদ
সংবর্ধনা ও সম্মাননা
গুরুকুলের টেক্সটাইল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার, জিডিপিএম ও মেকানিক্যাল বিভাগ থেকে মোট ১০৭ জন শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা দেওয়া হয়।
গুরুকুল কর্মী কল্যাণ তহবিলের নবনির্বাচিত সভাপতি রাসনা শারমিন ও সাধারণ সম্পাদক এম. এ. মাসুমকে শপথ বাক্য পাঠ করান গুরুকুল প্রমুখ সুফি ফারুক।
“গুরুকুল স্টুডেন্ট অব দ্য ইয়ার” নির্বাচিত হন গুরুকুল টেক্সটাইল ট্রেডের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী ও গুরুকুল রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট আশরাফুল ইসলাম।
দেশসেরা রেজাল্টের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও ক্রেস্ট গ্রহণ করেন টেক্সটাইল ট্রেডের শেষ পর্বের শিক্ষার্থী নাঈমুর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠান
দিনব্যাপী বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন দর্শকদের বিমোহিত করে তোলে।
মঞ্চ নাটক, নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে গুরুকুল সংগীত বিভাগ, নৃত্য বিভাগ, নাট্য বিভাগ, রোভার স্কাউট গ্রুপ, গার্ল-ইন রোভার, ডিবেটিং ক্লাব, যুব রেড ক্রিসেন্ট ইউনিট, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ম্যাথ ক্লাব ও আবৃতি পরিষদ।
শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও প্রাণবন্ত উপস্থাপনা অতিথি ও উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
বিদায় অনুষ্ঠান-২০১৮ ছিল গুরুকুলের ইতিহাসে এক অনন্য অধ্যায়। শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা যেমন ছিল আবেগঘন, তেমনি সাংস্কৃতিক আয়োজন দিনটিকে পরিণত করেছে আনন্দ, কৃতজ্ঞতা ও প্রেরণার এক উৎসবে।


