২০১৯ সালের ২ এপ্রিল, যথাযোগ্য মর্যাদা ও তাৎপর্যের সঙ্গে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করল দেশের স্বনামধন্য শিক্ষা পরিবার গুরুকুল। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া গুরুকুল ক্যাম্পাসে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
![গুরুকুলে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন 1 বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন [ International Autism Awareness Day ] কুষ্টিয়া গুরুকুল](https://gurukul.edu.bd/wp-content/uploads/2019/04/news-2-1024x683.jpg)
আলোচনা সভা
বিশ্ব অটিজম দিবস উদযাপন কমিটির আহ্বায়ক উম্মে হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
খলিলুর রহমান মজু, সভাপতি, কুষ্টিয়া ফটোগ্রাফিক সোসাইটি
মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, কুষ্টিয়া প্রতিবন্ধী বিদ্যালয়
জনাব রাকিবুজ্জামান তানিম, সহকারী পরিচালক, গুরুকুল
অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুম, গুরুকুল
সভায় গুরুকুলের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অতিথিদের বক্তব্য
আলোচনায় বক্তারা বলেন:
অটিজমে আক্রান্তরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ।
তাদের অবহেলা নয়, বরং সহযোগিতা ও সহমর্মিতা দিয়ে এগিয়ে নিতে হবে।
অনেক সময় অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের এমন কিছু অসাধারণ প্রতিভা থাকে যা সুস্থ মানুষদের মাঝেও বিরল।
তাই পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একত্রে কাজ করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
সহায়ক প্রযুক্তি ব্যবহার করে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং একটি সম্মানজনক অবস্থান গড়ে দিতে হবে।
গুরুকুলের প্রতিশ্রুতি
গুরুকুল দীর্ঘদিন ধরে সমন্বিত শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক অন্তর্ভুক্তি-কে প্রাধান্য দিয়ে আসছে। এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করল যে, শিক্ষা শুধু শ্রেণিকক্ষের ভেতর সীমাবদ্ধ নয়; বরং সমাজের সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করাই গুরুকুলের মূল লক্ষ্য।
গুরুকুলে আয়োজিত ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা শিক্ষার্থীদের মধ্যে অটিজম সম্পর্কে সচেতনতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ তৈরি করেছে। এ ধরনের কর্মসূচি সমাজে অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।