গুরুকুলে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

২০১৯ সালের ২ এপ্রিল, যথাযোগ্য মর্যাদা ও তাৎপর্যের সঙ্গে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করল দেশের স্বনামধন্য শিক্ষা পরিবার গুরুকুল। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া গুরুকুল ক্যাম্পাসে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন [ International Autism Awareness Day ] কুষ্টিয়া গুরুকুল
বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, কুষ্টিয়া গুরুকুল

আলোচনা সভা

বিশ্ব অটিজম দিবস উদযাপন কমিটির আহ্বায়ক উম্মে হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • খলিলুর রহমান মজু, সভাপতি, কুষ্টিয়া ফটোগ্রাফিক সোসাইটি

  • মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, কুষ্টিয়া প্রতিবন্ধী বিদ্যালয়

  • জনাব রাকিবুজ্জামান তানিম, সহকারী পরিচালক, গুরুকুল

  • অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুম, গুরুকুল

সভায় গুরুকুলের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অতিথিদের বক্তব্য

আলোচনায় বক্তারা বলেন:

  • অটিজমে আক্রান্তরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ।

  • তাদের অবহেলা নয়, বরং সহযোগিতা ও সহমর্মিতা দিয়ে এগিয়ে নিতে হবে।

  • অনেক সময় অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের এমন কিছু অসাধারণ প্রতিভা থাকে যা সুস্থ মানুষদের মাঝেও বিরল।

  • তাই পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একত্রে কাজ করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

  • সহায়ক প্রযুক্তি ব্যবহার করে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং একটি সম্মানজনক অবস্থান গড়ে দিতে হবে।

 

 

গুরুকুলের প্রতিশ্রুতি

গুরুকুল দীর্ঘদিন ধরে সমন্বিত শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক অন্তর্ভুক্তি-কে প্রাধান্য দিয়ে আসছে। এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করল যে, শিক্ষা শুধু শ্রেণিকক্ষের ভেতর সীমাবদ্ধ নয়; বরং সমাজের সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করাই গুরুকুলের মূল লক্ষ্য।

গুরুকুলে আয়োজিত ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা শিক্ষার্থীদের মধ্যে অটিজম সম্পর্কে সচেতনতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ তৈরি করেছে। এ ধরনের কর্মসূচি সমাজে অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।