বার্ষিক আনন্দ ভ্রমণ ২০১৯ : গত ২১/০২/২০১৯ ইং তারিখে গুরুকুলের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্ধের সমন্বয়ে রাঙ্গামাটি সাজেক ভ্যালিতে বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা , দক্ষিণে রাঙ্গামাটির লংগদু , পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত ।
গুরুকুল এর সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর ২১/০২/২০১৯ ইং তারিখ থেকে ২৪/০২/১৯ পর্যন্ত ২ রাত ৩ দিন সাজেক ভ্যালিতে অবস্থান করে। সাজেকে সর্বত্র মেঘ , পাহাড় আর সবুজের দারুণ মিতালী চোখে পড়ে । এখানে তিনটি হেলিপ্যাড বিদ্যমান ; যা থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করা যায় ।
সাজেকে একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা হচ্ছে এখানে ২৪ ঘণ্টায় প্রকৃতির তিনটা রূপই দেখা মিলে । কখনো খুবই গরম , একটু পরেই হটাৎ বৃষ্টি এবং তার কিছু পরেই হয়তো চারদিকে ঢেকে যায় মেঘের চাদরে ; মনে হয় যেন একটা মেঘের উপত্যকা।সাজেকের আদিবাসীগণ অত্যন্ত বন্ধুসুলভ। এককথায় অসাধারণ এক বার্ষিক আনন্দ ভ্রমণ ছিল আমাদের জন্য যা কখনো ভূলবার মত নই।
![বার্ষিক আনন্দ ভ্রমণ ২০১৯ [ সাজেক ভ্যালি ] 1 গুরুকুল কর্মীদের সাজেক ভ্রমন-Sajeek travel to Gurukul staff](https://gurukul.edu.bd/wp-content/uploads/2019/04/DSC07104.jpg)
![বার্ষিক আনন্দ ভ্রমণ ২০১৯ [ সাজেক ভ্যালি ] 2 বার্ষিক আনন্দ ভ্রমণ ২০১৯](https://gurukul.edu.bd/wp-content/uploads/2019/04/DSC06915-300x200.jpg)