বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে কুষ্টিয়া, ঢাকা, রাজবাড়ি ও কুমারখালীসহ দেশের সকল গুরুকুল ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮।

প্রভাতফেরি ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
কুষ্টিয়া গুরুকুল আয়োজিত কর্মসূচিতে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিভাগের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ভোরবেলা সূর্যোদয়ের সাথে সাথে প্রভাতফেরি বের হয়।
শোভাযাত্রাটি কুষ্টিয়া গুরুকুল ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

একুশের মূল প্রতিপাদ্য
গুরুকুল প্রমুখ, তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর-এর প্রতিষ্ঠিত গুরুকুল সবসময় বাংলা ভাষার ব্যবহারকে গুরুত্ব দেয়।
এইবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়:
“আমরা দাপ্তরিক সব কাজ বাংলায় করি – আপনি?”
এই স্লোগানকে সামনে রেখে গুরুকুল নার্সিং ও প্যাথলজি ট্রেড প্রধান মিশাকাতুর রহমান এবং একাডেমিক ইনচার্জ শামীম রানার নেতৃত্বে উদযাপন কার্যক্রম পরিচালিত হয়।
উপস্থিতি ও অংশগ্রহণ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ইনচার্জ ফাইন্যান্স রুহুল আমিন
ইনচার্জ কমার্শিয়াল রফিকুল ইসলাম
সিনিয়র ট্রেড প্রধান রাসনা শারমিন
এম. এ. মাসুম, হাবিবুর রহমান, তামান্না আফরোজ
উদযাপন কমিটির সদস্য ও কম্পিউটার ট্রেড প্রধান রাকিবুল ইসলাম
টেক্সটাইল জুনিয়র ইন্সট্রাক্টর হোসাইন বিন হাফিজ
ইলেকট্রনিক্স জুনিয়র ইন্সট্রাক্টর সোহাগ আহমেদ
সিভিল জুনিয়র ইন্সট্রাক্টর জান্নাতুল তাসনিম শোভা
এছাড়া গুরুকুলের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিভাগের শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকলে মিলিত হয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
