কুষ্টিয়া গুরুকুলের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহের বিদায় অনুষ্ঠান

গুরুকুল শিক্ষা পরিবার কুষ্টিয়াস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজন করেছিল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। বিদায়ী শিক্ষার্থীদের সম্মান জানাতে এবং তাদের নতুন জীবনের পথে উৎসাহ যোগাতে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল স্মরণীয় ও আবেগঘন।

ইঞ্জিনিয়ারিং

 

অনুষ্ঠানের সময় ও স্থান

গত ৪ এপ্রিল ২০১৬, সকাল ৯টা থেকে দিনব্যাপী কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ বিদায় অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও কম্পিউটার বিভাগের বিভাগীয় ইনচার্জ চঞ্চল আলী সভাপতিত্ব করেন।

 

ইঞ্জিনিয়ারিং

 

প্রধান অতিথি ও সম্মানিত উপস্থিতি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুকুল শিক্ষা পরিবারের উপদেষ্টা পরিষদের সদস্য আনিসুর রহমান মাহমুদ
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—

  • ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান, সিনিয়র ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল বিভাগ, বিআরবি ক্যাবলস ইন্ডাষ্ট্রিজ লি., কুষ্টিয়া
  • আফজাল হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল), বিআরবি ক্যাবলস ইন্ডাষ্ট্রিজ লি., কুষ্টিয়া
  • ইঞ্জিনিয়ার একেএম শরীফ উদ্দীন, নির্বাহী প্রকৌশলী (তড়িৎ), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  • সানোয়ার হোসেন সৌরভ, সভাপতি, কুষ্টিয়া ফ্রিল্যান্সার এসোসিয়েশন
  • হাজী আরিফ, সহ-সভাপতি, কুষ্টিয়া ফ্রিল্যান্সার এসোসিয়েশন
  • সাজাহান আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও পাকিজা টেক্সটাইল কুষ্টিয়ার ডিস্ট্রিবিউটর

এছাড়াও উপস্থিত ছিলেন—

  • সুফি ফারুক ইবনে আবুবকর, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও তথ্য প্রযুক্তিবিদ
  • মনির হাসান, পরিচালক (প্রশাসন)
  • তানভীর মেহেদি, প্রধান সমন্বয়কারী
  • শামীম রানা, সমন্বয়কারী, লিগ্যাল ও মিডিয়া বিভাগ

 

অতিথিদের বক্তব্য

অতিথিরা তাদের বক্তব্যে বলেন— গুরুকুল শিক্ষা পরিবার ইতোমধ্যেই ১৫টি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করে কুষ্টিয়া সহ সারাদেশের কারিগরি শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, কারিগরি শিক্ষা একজন শিক্ষার্থীকে শুধু আত্মনির্ভরশীল করে তোলে না, বরং তাকে দেশের এক মূল্যবান মানবসম্পদে পরিণত করে।

সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষার পার্থক্য তুলে ধরে অতিথিরা অভিভাবকদের সন্তানদের কারিগরি শিক্ষায় উৎসাহিত করার আহ্বান জানান।

 

বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণ

৬ শতাধিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—

  • জান্নাতুল নাঈম, বিভাগীয় ইনচার্জ, টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
  • রাশনা শারমিন, বিভাগীয় ইনচার্জ, ইলেকট্রিক্যাল বিভাগ
  • তৌফিক এলাহি ওয়ারা, বিভাগীয় ইনচার্জ, সিভিল বিভাগ
  • মামুন হক, বিভাগীয় ইনচার্জ, মেকানিক্যাল বিভাগ
  • ওয়াহেদ মতিন, বিভাগীয় ইনচার্জ, আরএস বিভাগ

 

সাংস্কৃতিক পরিবেশনা

আলোচনা সভা শেষে গুরুকুল কালচারাল ক্লাব মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের আবহ আরও প্রাণবন্ত করে তোলে। গান, নৃত্য, আবৃত্তি এবং নাটিকা পরিবেশনার মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানানো হয়।

 

অনুষ্ঠান পরিচালনা

দিনব্যাপী এ অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনা করেন—
সোনিয়া মাহমুদ, ইয়াছিন আরাফাত, সাবরিনা মমতাজ চয়ন, রাশনা শারমিন, জোনাকী খাতুন, নাহিদ ফারজানাসিদ্ধার্থ সৌভন রায়

???? ফটো অ্যালবামhttps://www.flickr.com/photos/142554226@N06/sets/72157670552367430