গুরুকুল বিজয় দিবস আন্তঃটেকনোলজি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর উদ্বোধন

কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী গুরুকুল বিজয় দিবস আন্তঃটেকনোলজি ক্রিকেট টুর্নামেন্ট২০১৬। শনিবার সকাল ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ খেলার মাঠে এক বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা

 

ক্রিকেট টুর্নামেন্ট

 

 

অতিথিদের উপস্থিতি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া শহর শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার নওয়াব আলী
  • সহকারী রেজিস্ট্রার গোলাম আজম বিশ্বাস
  • ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল
  • কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. . এস. এম. মুসা কবীর
  • কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি ইয়াসির আরাফাত তুষার
  • সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিশান আলী

 

 

ক্রিকেট টুর্নামেন্ট

 

 

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—

“ক্রীড়া আমাদের দেয় সুস্থ দেহ ও সুন্দর মন। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমেই আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি। ক্রিকেট আজ বাংলাদেশের গৌরব, যা বিশ্বের বুকে বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খেলাধুলার উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। মহান বিজয়ের মাসে গুরুকুলের এই আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং এর ধারাবাহিকতা বজায় থাকা উচিত।”

 

 

ক্রিকেট টুর্নামেন্ট

 

উদ্বোধনী দিনের খেলাগুলো

উদ্বোধনী দিনে মোট তিনটি রোমাঞ্চকর খেলা অনুষ্ঠিত হয়—

  1. টেক্সটাইল টেকনোলজি জিডিপিএম টেকনোলজিকে ৫৩ রানে পরাজিত করে।
  2. সিভিল টেকনোলজি দুই উইকেটে জয়ী হয় কম্পিউটার টেকনোলজির বিপক্ষে।
  3. দিনের শেষ খেলায় ইলেকট্রিক্যাল টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজিকে ২৭ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

 

বিশেষ আকর্ষণ

টুর্নামেন্টের শেষ দিনে গুরুকুল ইঞ্জিনিয়ারিং সেকশন এবং গুরুকুল মেডিকেল সেকশনের মেয়েদের দুটি দল অংশ নেবে। এই অংশগ্রহণকে আয়োজকরা টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে ঘোষণা করেছেন।

 

আয়োজক সহযোগিতা

এই টুর্নামেন্ট আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন—

  • টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, সিভিল টেকনোলজি প্রধান সৈকত হোসেন
  • যুগ্ম আহ্বায়ক, আর এস ট্রেড প্রধান আব্দুল্লাহ আল মাসুম
  • সিভিল টেকনোলজি শিক্ষক ইমরান মাহমুদ
  • আরএস ইংরেজি বিভাগের শিক্ষক শর্মিলা আক্তারশামীমা পারভিন
  • আরএস কেমিস্ট্রি শিক্ষক কায়েস উদ্দিন
  • প্যাথলজি বিভাগের শিক্ষক মিশকাতুর রহমান
  • টেক্সটাইল বিভাগের শিক্ষক সালাউদ্দিন আহমেদ

 

আহ্বান

গুরুকুলের প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর বলেন—

“তিন দিনব্যাপী গুরুকুল বিজয় দিবস আন্তঃটেকনোলজি ক্রিকেট টুর্নামেন্ট সকলের জন্য উন্মুক্ত। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাঠে এসে তরুণদের এই প্রাণবন্ত খেলায় অংশ নিতে।”