ঐতিহ্যবাহী কুষ্টিয়া গুরুকুলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪২৪। দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনে অংশ নেন গুরুকুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ কুষ্টিয়া শহরের অসংখ্য সাধারণ মানুষ।

দিনের সূচনা
ভোরবেলা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বর্ষবরণ সঙ্গীতের সুরে মুখরিত হয়ে ওঠে গুরুকুল প্রাঙ্গণ।
মঙ্গল শোভাযাত্রা
সকাল ৮টায় প্রশাসনিক ভবন থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বৈশাখী পোশাকে, রঙিন ব্যানার, মুখোশ ও ঐতিহ্যবাহী আলপনায় সজ্জিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উৎসব শেষে শোভাযাত্রা গুরুকুল প্রশাসনিক ভবনে এসে মিলিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠান
শোভাযাত্রা শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে শুরু হয় নানাবিধ আয়োজন:
গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
ফ্যাশন শো
নাটিকা
বৈশাখী সঙ্গীত আসর
প্রতিটি পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অতিথি ও শুভেচ্ছা বিনিময়
অনুষ্ঠানে গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর ও চেয়ারম্যান আজিজা আহমেদ-এর পক্ষ থেকে উপস্থিত সবার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন:
গুরুকুলের লিগ্যাল এন্ড এডমিন ইনচার্জ শামীম রানা
সেলস অপারেশন ও পাবলিসিটি এন্ড চ্যানেল ডিপার্টমেন্ট প্রধান তানভির মেহেদী
এবং উদযাপন কমিটির আহ্বায়ক উমাইয়া মল্লিক
অংশগ্রহণ
নববর্ষ বরণের এই উৎসবমুখর আয়োজনে গুরুকুলের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া গুরুকুলের বর্ণাঢ্য বর্ষবরণ ১৪২৪ শুধু একটি উৎসব নয়, বরং এটি হয়ে উঠেছিল ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের এক মিলনমেলা। দিনব্যাপী এ আয়োজনে নববর্ষের আবহে সবাই মেতে ওঠে নতুন দিনের প্রত্যাশা ও আশায়।

