গতকাল সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের কালিশংকরপুরে অবস্থিত কুষ্টিয়া গুরুকুল-এর পদ্মা ক্যাম্পাসে ২০১১ সালের গুরুকুল ট্রাস্ট ফান্ড ও সাসেগ ট্রাস্ট ফান্ড এর উপবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুষ্টিয়া গুরুকুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. ফজলুর রহমান। অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ড দুটির আওতায় ২০১১ সালের জন্য ৯টি নতুন ট্রাস্ট ফান্ড ঘোষণা করেন গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক এর প্রতিষ্টাতা প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর।
নতুন ঘোষিত ট্রাস্ট ফান্ডগুলোর নাম:
১. ফকির লালন শাহ
২. মীর মোশাররফ হোসেন
৩. কাঙ্গাল হরিনাথ মজুমদার
৪. ড. প্রফেসর হুমায়ুন আজাদ
৫. মুহাম্মদ আবুবকর
৬. সুফি মুহাম্মদ আইনুদ্দিন
৭. হাজী মোকাদ্দেস হোসেন
৮. গাজী হাবিবুর রহমান
৯. দানবীর আলাউদ্দিন আহমেদ
কুষ্টিয়া গুরুকুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. ফজলুর রহমান। তিনি বলেন “বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। গুরুকুলের উদ্যোগ তরুণদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।”। বিশেষ অতিথীর বক্তব্যে এফবিএবি কুষ্টিয়া শাখার সভাপতি জনাব আক্কাস আলী মঞ্জু বলেন “ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রশিক্ষিত কারিগরি জনশক্তি অপরিহার্য। গুরুকুলের শিক্ষার্থীরা আগামী দিনে শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” এছাড়া কুষ্টিয়া গুরুকুলের কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউটের সহযোগী পরিচালক জনাব মো. ইয়াসিন আলী বলেন “আমাদের শিক্ষার্থীরা তত্ত্ব ও practically সমৃদ্ধ হয়ে বেরোচ্ছে। এটি জাতীয় উন্নয়নের জন্য অত্যন্ত ইতিবাচক।”। কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের পাওয়ার টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর জনাব মো. লিয়াকত আলী বলেন “কুষ্টিয়া পলিটেকনিকের অভিজ্ঞতায় বলছি—কারিগরি শিক্ষার প্রসারই শিল্পায়নের প্রধান চাবিকাঠি।” কুষ্টিয়া গুরুকুলের কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউটের পরিচালনা পর্ষদ সদস্য জনাব মনির হাসান বলেন “গুরুকুলের মতো প্রতিষ্ঠানগুলো তরুণদের জীবনে গুণগত পরিবর্তন আনছে। এই ধারা অব্যাহত থাকুক।”
সভাপতির বক্তব্যে সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, “বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুকুল ইতিমধ্যেই কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের কাজ চলমান। এখান থেকে স্বল্প খরচে শিক্ষার্থীরা দ্রুত সময়ে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অবদান রাখতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে গুরুকুলের কৃতি ছাত্র–ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কুষ্টিয়ার জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ব্যান্ড শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাসেগ-এর সমন্বয়কারী তানভীর মেহেদী এবং অ্যাডমিন অফিসার আনোয়ার কবির বকুল।
