কুষ্টিয়া গুরুকুলের মেডিকেল বিভাগসমূহে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

গুরুকুল শিক্ষা পরিবারের কুষ্টিয়াস্থ মেডিকেল বিভাগসমূহে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান গতকাল বেলা ১১টায় শহরের হাসপাতাল মোড়স্থ সাসেগ কুষ্টিয়া ক্যাম্পাস-২ এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

মেডিকেল বিভাগ

 

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেডিকেল সেকশনের একাডেমিক ইনচার্জ মন্টু বাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবারের পরিচালক (প্রশাসন) মনির হাসান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী তানভীর মেহেদি, লিগ্যাল ও মিডিয়া সমন্বয়কারী শামীম রানা, কমার্শিয়াল বিভাগের প্রধান রফিকুল ইসলাম, সহকারী রেজিস্টার দীপক কুমার মন্ডল, এবং ফাইনান্স ইনচার্জ খন্দকার রুহুল আমিন

বক্তাদের বক্তব্য

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুফি ফারুক ইবনে আবু বকর-এর হাতে গড়া সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবার ইতোমধ্যেই ঢাকা, কুষ্টিয়া, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১১টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি এতদঞ্চলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে বিশেষ অবদান রেখে চলেছে।

তারা আরও জানান, ২০২০ সালের মধ্যে সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবার সারা বাংলাদেশে ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে কাজ করছে, যাতে কারিগরি শিক্ষা আরও বিস্তৃত হয় এবং দেশের দক্ষ জনশক্তি বৃদ্ধি পায়।

শিক্ষা প্রতিষ্ঠার নতুন উদ্যোগ

ইতিমধ্যে কুষ্টিয়া জেলার কুমারখালী, খোকসা, রংপুরমাগুরা জেলায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এসব উদ্যোগ ভবিষ্যতে দেশের শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।

নবীন বরণের আয়োজন

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে সাসেগ-গুরুকুল কালচারাল ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মেডিকেল সেকশনের শিক্ষক ও সাসেগ-গুরুকুল কালচারাল ক্লাবের সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস। সহযোগিতায় ছিলেন শিক্ষক আলমগীর হোসেন, আব্দুল আলিম এবং ফজলে হাসান রাব্বি