কুষ্টিয়া, ১৪ মার্চ ২০১৬ – গুরুকুল শিক্ষা পরিবারের উদ্যোগে শহরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের কালিশংকরপুরস্থ ক্যাম্পাস-১ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান মজনু এবং স্থানীয় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জোমারত আলী।
অনুষ্ঠানের পরিবেশ
শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে উদ্বোধনী পর্বটি এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে। প্যানেল মেয়র উদ্বোধনী বক্তব্যে বলেন —
“আবর্জনাকে সম্পদে রূপান্তরে পৌরসভাকে সহায়তা করুন। যেখানে-সেখানে ময়লা ফেলবেন না, ড্রেনে আবর্জনা ফেলে পানি প্রবাহ বন্ধ করবেন না। নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখুন এবং অন্যদেরও পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করুন।”
তিনি গুরুকুল শিক্ষা পরিবারের এই উদ্যোগকে কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন জানান এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার আহ্বান জানান।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
- মনির হাসান রিন্টু, পরিচালক (প্রশাসন)
- তানভীর মেহেদি, প্রধান সমন্বয়কারী
- শামীম রানা, লিগ্যাল ও মিডিয়া ইনচার্জ
- খোন্দকার রুহুল আমিন, ফাইনান্স ইনচার্জ
- শফিকুল ইসলাম, এডমিন ইনচার্জ
- রিয়াজ উদ্দিন, এইচ আর ইনচার্জ
- দীপক কুমার মণ্ডল, রেজিস্ট্রার
- রফিকুল ইসলাম, কমার্শিয়াল ইনচার্জ
- মন্টু বাইন, একাডেমিক ইনচার্জ (মেডিকেল সেকশন)
- মাসরুর রহমান শুভ, আইটি ইনচার্জ
- তৌফিক এলাহি ওয়ারা, বিভাগীয় ইনচার্জ (সিভিল)
- জান্নাতুল নাঈম, বিভাগীয় ইনচার্জ (টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন)
- রাশনা শারমিন, বিভাগীয় ইনচার্জ (ইলেকট্রিক্যাল)
- চঞ্চল আলী, বিভাগীয় ইনচার্জ (কম্পিউটার)
- মামুন হক, বিভাগীয় ইনচার্জ (মেকানিক্যাল)
- ওয়াহেদ মতিন, বিভাগীয় ইনচার্জ (আর এস)
এছাড়াও উপস্থিত ছিলেন গুরুকুল শিক্ষা পরিবারের বিভিন্ন ক্যাম্পাসের শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।
অভিযানের কার্যক্রম
একযোগে কুষ্টিয়াস্থ গুরুকুল শিক্ষা পরিবারের সব ক্যাম্পাসে পরিচালিত এই অভিযানে অংশগ্রহণকারীরা নিজ হাতে ক্যাম্পাস চত্বর, সংলগ্ন সড়ক ও ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ কার্যক্রমের মাধ্যমে শুধু শারীরিক পরিচ্ছন্নতাই নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পরিবেশ সচেতনতার গুরুত্বও তুলে ধরা হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা
গুরুকুল শিক্ষা পরিবার ঘোষণা করেছে যে, তারা এখন থেকে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে, যাতে ক্যাম্পাস ও আশেপাশের পরিবেশ সবসময় স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন থাকে।

