নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

গর্ব, আনন্দ ও আবেগঘন পরিবেশে গত ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার গুরুকুল কুষ্টিয়া ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো নবীন বরণ বিদায় অনুষ্ঠান ২০২৪”। দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

অতিথিবৃন্দের উপস্থিতি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • গুরুকুল সিওও আজিজা আহমেদ
  • গুরুকুল নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো: মতিয়ার রহমান
  • কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ স্মৃতি কণা হালদার
  • টি.এস.বি. ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ-এর পরিচালক মো: সাকবার আলী

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুকুলের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

নবীন বরণ ও বিদায়

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। অপরদিকে ৮ম পর্বের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। তাদের মধ্য থেকে নির্বাচিত বেস্ট বয় বেস্ট গার্ল-কে ট্রফি প্রদান করা হয়।

একইসঙ্গে নার্সিং ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্যাপ পরিধান, ফুলেল শুভেচ্ছা এবং শপথ বাক্য পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

বক্তব্য

বক্তব্য রাখেন—

  • টি.এস.বি. ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ-এর পরিচালক মো: সাকবার আলী
  • কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ স্মৃতি কণা হালদার

শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন—

  • গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর
  • গুরুকুল সিওও আজিজা আহমেদ
  • সহকারী পরিচালক তানভির মেহেদী
  • প্রিন্সিপাল মো: মতিয়ার রহমান

সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানের শেষ পর্বে গুরুকুল কালচারাল ক্লাব এবং ব্যান্ড হিডেন” এর আয়োজনে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা পরিবেশন করেন নৃত্য, সংগীত, নাটিকা ও কবিতা আবৃত্তি, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

গুরুকুলের এই আয়োজন শুধু নবীনদের প্রাণবন্ত সূচনা ও বিদায়ীদের আবেগঘন বিদায়ই নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে একতা, প্রেরণা সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

 

IMG 1571 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

 

Z 57 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

Z 40 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪ IMG 1203 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

IMG 1197 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

 

IMG 1075 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

Z 46 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

IMG 1165 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

Z 66 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

Z 48 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

Z 45 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

 

Z 71 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

IMG 1188 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

Screenshot 6 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

Screenshot 2 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

Screenshot 4 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

Screenshot 5 নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

 

 

ফটো গ্যালারী: