দেশের অন্যতম শীর্ষ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল শিক্ষা পরিবার তাদের কুষ্টিয়া হাসপাতাল মোড়ে অবস্থিত ক্যাম্পাস-২-এ ধর্মীয় ও সাংস্কৃতিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আয়োজিত করল সরস্বতী পূজা ২০২৫। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এই পূজা সকাল ১০টায় পূজার্চনা ও আরাধনার মাধ্যমে শুরু হয়।

উপস্থিতি ও নেতৃত্ব
উৎসবে উপস্থিত ছিলেন—
মনির হাসান, পরিচালক (প্রশাসন), গুরুকুল শিক্ষা পরিবার
তানভির মেহেদী, প্রধান সমন্বয়কারী
এস. এম. শামীম রানা, লিগ্যাল এন্ড মিডিয়া কো-অর্ডিনেটর
মন্টু বাইন, একাডেমিক ইনচার্জ, মেডিকেল বিভাগ
হেলাল উদ্দিন, একাডেমিক ইনচার্জ, ইঞ্জিনিয়ারিং বিভাগ
খন্দকার রুহুল আমিন, ইনচার্জ (ফাইনান্স)
দীপক কুমার মন্ডল, সহকারী রেজিস্ট্রার
নৃপেন কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা
বক্তব্য ও অনুভূতি
শিক্ষক ও কর্মকর্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন—
“গুরুকুল শিক্ষা পরিবারে সকলের ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করা হয়। প্রতিটি ধর্মের মানুষ যেন তাদের নিজস্ব বিশ্বাস ও প্রথা পালনে সমান সুযোগ পায়—এটাই আমাদের লক্ষ্য।”
তাঁরা আরও বলেন, সরস্বতী দেবী জ্ঞানের প্রতীক। তাঁর আশীর্বাদে মানব সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। এদিন ভক্তরা দেবীর কাছে নিজেদের ব্যক্তিগত শিক্ষাজীবনের সাফল্যের পাশাপাশি গুরুকুল শিক্ষা পরিবারের সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও প্রার্থনা করেন।
পূজার আচার ও সাংস্কৃতিক আবহ
পূজা মণ্ডপে সকাল থেকে ফুল, ধূপ ও প্রসাদের সুবাস ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও শিক্ষকরা একত্রে পূজার্চনা করেন এবং পরবর্তীতে প্রসাদ বিতরণ ও আড্ডায় মিলিত হন। পুরো ক্যাম্পাসে উৎসবমুখর এক মিলনমেলার আবহ সৃষ্টি হয়।
