আজ বরিশালের রয়্যাল সেন্ট্রাল কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN), সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশন গ্রুপ (SASEG) এবং গুরুকুল-এর যৌথ উদ্যোগে একদিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক তথ্য প্রযুক্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোট ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব সুফি ফারুক ইবনে আবুবকর এবং খুলনা বিডিওএসএন-এর সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুমেল। সহায়তায় ছিলেন ‘প্রযুক্তিতে কুষ্টিয়া’ সংগঠনের নেতা নাদিমুজ্জামান টনু ও মুহাইমিনুর রহমান পলল।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক জনাব মাহফুজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কনসালট্যান্ট জনাব মুনীর হাসান এবং রয়্যাল সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ জনাব আরিফুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক এম. হানিফ।
