তারুণ্যের আলোয় ঝলসে উঠল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের মঞ্চ। সারাদেশের প্রায় আড়াই হাজার সংগঠনের মধ্য থেকে বাছাইকৃত ৩০টি শ্রেষ্ঠ সংগঠনকে সম্মান জানানো হয় এ আয়োজনে। সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ী সংগঠনগুলোর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এই মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে অন্যতম ছিল প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুরুকুল। দক্ষতা উন্নয়নে (স্কিল ডেভেলপমেন্ট) বিশেষ অবদানের জন্য গুরুকুলকে এ বছর নির্বাচিত করা হয়। গুরুকুলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের কুষ্টিয়া ক্যাম্পাসের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মাসুম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গুরুকুলের শিক্ষক জান্নাত তাসনিম শোভা।

গুরুকুলের প্রতিষ্ঠাতা সুফি ফারুক ইবনে আবুবকর দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠানটি শিক্ষা, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক নানা কার্যক্রমের মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছে।

২০১৪ সালের নভেম্বরে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ইয়াং বাংলা প্ল্যাটফর্ম থেকেই জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান শুরু হয়। বিভিন্ন ক্ষেত্রে তরুণদের অসাধারণ অবদানকে স্বীকৃতি দেওয়ার ধারাবাহিকতায় এ পুরস্কার তৃতীয়বারের মতো দেওয়া হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামসসহ বিশিষ্টজনেরা। দিনব্যাপী আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ সংগঠনের প্রতিনিধিরা।
এদিকে, গুরুকুল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্তির আনন্দে তাদের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বিজয় উদযাপন করে।
এ অর্জনকে তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে দেখছে গুরুকুল পরিবার, যারা দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে অঙ্গীকারবদ্ধ।
